Prime Minister's Fellowship 2021
বেসরকারি/সরকারি চাকরিজীবীদের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক একটি গুরুত্বপূর্ণ বৃত্তি হলো 'প্রধানমন্ত্রী ফেলোশিপ'। গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের 'টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের ক্ষমতা বৃদ্ধিকরন' শীর্ষক প্রকল্পের আওতায় উচ্চতর শিক্ষার জন্য মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে এই ফেলোশিপ দেয়া হবে।
এই ফেলোশিপটি ২টি পর্যায়ে দেয়া হয়ে থাকে। বর্তমানে ১ম পর্যায়ের আবেদন গ্রহণ করা হচ্ছে।
অনলাইন আবেদনের শেষতারিখ- ৭ এপ্রিল ২০২১।
হার্ডকপি প্রেরণের শেষ তারিখ- ১৩ এপ্রিল ২০২১।
প্রোগ্রাম লেভেল- মাস্টার্স এবং পিএইচডি।
- মাস্টার্স কোর্সের জন্য সর্বোচ্চ ৬০ লক্ষ টাকা।
- পিএইচডি কোর্সের জন্য সর্বোচ্চ ২ কোটি টাকা।
- তবে, বিশ্ববিদ্যালয়ের Times Higher Education Ranking ১-৩০ এর মাঝে হলে, মাস্টার্স কোর্সের জন্য সর্বোচ্চ ৬৬ লক্ষ টাকা এবং পিএইচডি কোর্সের জন্য ২ কোটি ২০ লক্ষ টাকা হতে পারে।
বিঃ দ্রঃ মাস্টার্স বা পিএইচডি কোর্স সম্পূর্ণ করতে যেই পরিমান অর্থই প্রয়োজন হোক না কেন ফেলোশিপ কর্তপক্ষ উপরোক্ত সর্বোচ্চ পরিমান অর্থের বেশি প্রদান করবেনা।
- বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Unconditional or Conditional on Finances Offer Letter থাকতে হবে। এডমিশন অফার লেটারে ভর্তির শেষ তারিখ ১ জুলাই ২০২১ – ৩১ ডিসেম্বর ২০২১ মধ্যে হতে হবে।
- মাস্টার্স প্রোগ্রামের জন্য বিশ্ববিদ্যালয়য়ের রেঙ্কিং The Times Higher Education World University Ranking 2021 অনুযায়ী ১ - ২০০ এর মাঝে থাকতে হবে।
- পিএইচডি প্রোগ্রামের জন্য বিশ্ববিদ্যালয়য়ের রেঙ্কিং The Times Higher Education World University Ranking 2021 অনুযায়ী ১ - ১০০ এর মাঝে থাকতে হবে।
- IELTS Score ন্যূনতম ৬.৫ / TOEFL Score ন্যূনতম ৮৮ / PTE Score ন্যূনতম ৫৯ থাকতে হবে।
- আবেদনকারীর বয়সসীমা PhD এর জন্য ৪৫ এবং Masters এর জন্য ৪০ বছর।
- সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে যাদের চাকুরী স্থায়ী হয়েছে এবং চাকরিতে প্রবেশের পর বিদেশে কোন মাস্টার্স বা পিএইচডি করেননি, শুধু তারাই আবেদন করতে পারবেন।
- বেসরকারি কর্মকর্তার ক্ষেত্রে যারা ইতিপূর্বে বিদেশে কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি, তারাই আবেদন করতে পারবেন। তবে, মাস্টার্স করলে পিএইচডির জন্য আবেদন করতে পারবেন।
- পিএইচডি সম্পন্নকৃত প্রার্থীর আবেদন মাস্টার্স বা পিএইচডির জন্য বিবেচিত হবেনা।
- পিএইচডি কোর্সের জন্য আবেদনকারীকে ন্যূনতম মাস্টার্স ডিগ্রিধারী এবং মাস্টার্স কোর্সের জন্য আবেদনকারীকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
- অন্য কোন সরকারী/বেসরকারী/আন্তর্জার্তিক প্রাতিষ্ঠানিক ফুল বৃত্তি পেয়ে থাকলে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না (পার্শিয়াল হলে পারবেন)।
- আবেদনকারী সরকারি কর্মকর্তা হলে নিয়ন্ত্রণ কর্তপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন সাবমিশন এর পূর্বে ফরমের রেকমেন্ডেশন ও ফরওয়ার্ডিং এর জন্য নির্ধারিত স্থানে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশ সম্বলিত স্বাক্ষর থাকলেই নিয়ন্ত্রণ কর্তপক্ষের মাধ্যমে স্বাক্ষর করা হয়েছে বলে বিবেচিত হবে।
বিশেষ শর্তাবলী-
ফেলোশিপপ্রাপ্ত প্রার্থীগণ অধ্যয়ন শেষে ন্যূনতম ২ বছর দেশে কর্মজীবন অতিবাহিত করতে হবে এবংঅধ্যয়ন শেষে দেশে না আসলে ফেলোশিপ কর্তৃক প্রাপ্ত অর্থ সরকারকে প্রদান করতে হবে।
Statement of Purpose Writing Service
- আবেদনকারীকে এই লিংক থেকে অনলাইন আবেদন শেষ করতে হবে।
- অনলাইনে আবেদনের পর আবেদনের সফট কপি আবেদনকারীর নিজের এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের স্বাক্ষর ও সীলসহ অনলাইনে সাবমিট করতে হবে।
- তারপর, আবেদনের হার্ডকপি ও অন্নান্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিচের ঠিকানায় জমা দিয়ে আসতে হবে।
প্রকল্প পরিচালক
"টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরন" প্রকল্প
ও
মহাপরিচালক
গভর্নেন্স ইনোভেশন ইউনিট
প্রধানমন্ত্রীর কার্যালয়
তেজগাঁও, ঢাকা।
ফোন: +৮৮-০২-৫৫০২৯৬২২
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল ও সাবজেক্ট অনুযায়ী Times Higher Education রেঙ্কিং ১-১০০ বা ১-২০০ এর মাঝে বিশ্ববিদ্যালয় বাছাই করে দিবো এবং এডমিশন অফার লেটারের জন্য আবেদন সম্পূর্ণ করে দিবো। তাছাড়া, প্রধানমন্ত্রী ফেলোশিপের জন্য ও আবেদন কমপ্লিট করে দিবো। অথবা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ১০০০০ টাকা।
Like our page to get scholarship notifications
- Unconditional Offer Letter
- Statement of Purpose
- Academic Certificates & Transcripts (All)
- IELTS/TOEFL Score
- National Identity Card (NID)
- Passport
- Photo
- Experience Certificate (Only for Non-Government Applicant)
- Signed Recommendation & Forwarding Form
- Gazette Notification (Only for Government Employee)
Prime Minister's Fellowship Circular Link: এখানে দেখুন।
Frequently Asked Question's Link: এখানে দেখুন।
BDS Doctor, ms আবেদন করবো…. আবেদন কমপ্লিট করে
Thanks. If you want to take our support, please send your CV to [email protected].
I have completed my PhD in Rajshahi University which will be awarded approximately in june 2021. Can I apply for this scholarship? If not which Post doctoral program is the best for me with full funded. By the way I am in BCS education service (Bangla) and my PhD is on philological thoughts of Muhammad Shahidullah.
Thanks, Madam. As you have completed your Ph.D., you are not eligible for PM Fellowship. There are several scholarships/fellowships for post doctoral/Ph.D. programs where you can apply. You can check the following scholarships.
https://www.pikdigg.com/four-year-doctoral-fellowship-4yf-university-of-british-columbia/
https://www.pikdigg.com/rtp-scholarship-australia/
https://www.pikdigg.com/deans-international-scholarship-university-of-saskatchewan/
https://www.pikdigg.com/institute-of-science-and-technology-austria-phd-scholarship/
https://www.pikdigg.com/hong-kong-phd-fellowship-scheme/
https://www.pikdigg.com/universiti-brunei-darussalam-graduate-scholarship/
https://www.pikdigg.com/stipendium-hungaricum-scholarships/
https://www.pikdigg.com/chinese-government-scholarship/