Commonwealth Shared Scholarship
Commonwealth Shared Scholarship বাংলাদেশের মত উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য একটি স্বনামধন্য স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ইউকে এর নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে মাস্টার্স প্রোগ্রামে লেখাপড়া করার সুযোগ পাবে। তাই, যাদের স্বপ্ন যুক্তরাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে নিজেকে আরও বেশি দক্ষ ও উপযুক্ত করে দেশের জন্য কাজ করার তাদের জন্যই আজকের লেখাটি।
আবেদনের শেষ সময়– ১৬.০০ (GMT), ২০ ডিসেম্বর ২০২১।
কোর্স লেভেল– Taught Master's Course (Full Time).
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে ১ টি এলিজিবল কোর্স নির্বাচন করে দিব, যেখানে এডমিশন ও স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর, এই স্কলারশিপ এবং কোর্সে এডমিশনের জন্য আবেদন করে দিবো। অথবা, আপনি নিজে আবেদন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আবেদনের জন্য সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
Like our page to get scholarship notification
প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য–
এই স্কলারশিপে আবেদন করতে নিচের ডকুমেন্টস এবং তথ্য লাগবে।
বাছাই প্রক্রিয়া–
আপনি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন সেখানে যদি নির্বাচিত হন তাহলে কর্তৃপক্ষ মার্চ, ২০২২ এর মধ্যে বৃত্তি প্রদান কমিটির সাথে যোগাযোগ করবে। নিম্নের ২টি বিষয়ের উপর ভিত্তি করে বৃত্তিপ্রদান কমিটি প্রার্থী বাছাই করবেন-
জুলাই, ২০২২ এর মধ্যে ইউনিভার্সিটির মাধ্যমে বৃত্তির জন্য মনোনীত হয়েছেন কি না তা আপনি জানতে পারবেন।
বিশেষ তথ্য –
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।
সাধারণ প্রশ্ন ও উত্তর–
বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?
না।
আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?
হ্যা, পারবেন।
2007/বা তার আগে মার্স্টাস করলে কি আবেদন করা যাবে?
Yes, you can apply.
আগে এলিজিবল কোর্সের বিশ্ববিদ্যালয়ে নাকি স্কলারশিপে আবেদন করতে হয়?
আমি যদি আগে স্কলারশিপে আবেদন করে তার ঠিক পরেই সেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করি, সেটা কি গ্রহনযোগ্য হবে?
You have to apply for the scholarship and course at the same time. But, if you apply for the scholarship at first and then apply for a course, it will also be okay. Thanks
Sep 2020 r modhe sesh hoya bolte ki bujhate chaiche? R age jodi porashuna complete hoy tahole prob ki?
You will have a bachelor’s degree that has been completed before September 2020 and no later than this time. It can be at any time before September 2020. Thanks
Corruption and governance in Sussex university.. Does one can apply for this subject?
No. This subject is not included in this scholarship.
এই বৃত্তি কী তুলনামূলক সাহিত্যের ক্ষেত্রে প্রযোজ্য?
Yes.