UK Chevening Scholarship
বিশ্বের ১০ টি উন্নত রাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্র একটি। প্রতি বছর যুক্তরাষ্ট্র সরকার মাস্টার্স প্রোগ্রামের জন্য বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে। এমন একটি জনপ্রিয় স্কলারশিপ হলো ব্রিটিশ চেভেনিং বা শেভেনিং স্কলারশিপ। এতে অর্থায়ন করে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস বা এফসিও এবং বিভিন্ন সহযোগী সংগঠন। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবী ও নেতৃত্বের যোগ্যতাসম্পন্নরা এ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে থাকে। ব্রিটেনের যেকোনো বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে এক বছরের মাস্টার ডিগ্রি নিতে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারে।
আবেদনের সময়সীমা– ৩ আগস্ট - ২ নভেম্বর, ২০২১।
কোর্স লেভেল: এক বছরের মাস্টারর্স ডিগ্রী।
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
স্টেটমেন্ট অব পারপাস রাইটিং সার্ভিস
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে সর্বোচ্চ ৩ টি এলিজিবল প্রোগ্রাম নির্বাচন করে দিব, যেখানে এডমিশন ও স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এবং স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
এই স্কলারশিপে আবেদন করার জন্য ১৬০০-২০০০ ওয়ার্ডসের Essay লিখতে হয়। আমাদের কাছ থেকে Essay Writing Service ও নিতে পারেন।
তাছাড়াও, আমরা রিসার্চ প্রপোজাল, স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশনাল লেটার, সিভি লিখন ও রিভিউ সেবা দিয়ে থাকি।
Like our page to get scholarship notifications
Application Timeline
timeline | Activities |
---|---|
2 August 2021 | Application Open at 12:00 BST |
2 November 2021 | Application Close at 12:00 GMT |
1-15 February 2022 | Applicants Shortlisted for Interviews |
22 February 2022 | References and Education Documents Submitting Deadline |
28 February-29 April 2022 | Interviews Take Place |
1-15 June 2022 | Results |
14 July 2022 | Offer Letter Submitting Deadline |
September/October 2022 | Studies Begin in the UK |
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
বি.দ্রঃ ২২ ফেব্রুয়ারী ২০২২ এর মাঝে এডুকেশন ডকুমেন্টস ও রেফারেন্স লেটার এবং ১৪ জুলাই, ২০২২ এর মাঝে অফার লেটার আপলোড করতে হবে।
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।