Hong Kong PhD Fellowship Scheme

Hong Kong PhD Fellowship Scheme এর অধীনে হংকং এর ৮ টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে ৩-৪ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। এই স্কলারশিপ Research Grants Council (RGC) of Hong Kong দ্বারা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের মেধাবী ছাত্রদের হংকং এর ভালো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে পড়ালেখা করার সুযোগ করে দেয়া।

প্রোগ্রাম ল্যাংগুয়েজ: ইংরেজি।

স্কলারশিপের সংখ্যা:
৩০০ টি পিএইচডি ফেলোশিপ।

কোর্স লেভেল:
পিএইচডি।

আবেদনের শেষ তারিখ:
১ ডিসেম্বের, ২০২২।

যা যা পাবেন

  • বার্ষিক বৃত্তি HK$322,800 (approximately US$41,400)। 
  • কনফারেন্স এবং রিসার্চ এর কারণে ভ্রমণ সংক্রান্ত প্রতি বছর HK$13,500 (approximately US$1,730) দেয়া হবে এবং সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত দিবে।
  • যারা ৩ বছরের পিএইচডি প্রোগ্রামে যাবে, তাদের যদি ৩ বছরের বেশি সময় লাগে তাহলেও আর্থিক সহযোগিতা করবে। কিন্তু এটার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।

আবেদনের যোগ্যতা

  • মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
  • অথবা, ব্যাচেলর ডিগ্রী থাকলেও আবেদন করা যাবে কিন্তু First Class Honours থাকতে হবে।
  • ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড, রিসার্চ এক্সপেরিয়েন্স, লিডারশিপ স্কিলস, এবং ইন্টারপার্সোনাল স্কিলস এই স্কলারশিপ পাবার চান্স বৃদ্ধি করবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

IELTS/TOEFL: বিশ্ববিদ্যালয়ভেদে ইংরেজি ভাষার দক্ষতার স্কোর ভিন্ন হয়ে থাকে। তবে, আপনি যদি ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে ইংরেজি মাধ্যমে লেখাপড়া করে থাকেন, তাহলে IELTS/TOEFL Score এর পরিবর্তে Medium of Instruction (MOI) ব্যবহার করতে পারবেন। তবে, ভালো একাডেমিক রেজাল্ট, রিসার্চ এক্সপেরিয়েন্স এবং পাবলিকেশন ছাড়া শুধু MOI দিয়ে এই ফেলোশিপ পাওয়া প্রায় অসম্ভব। তাই, আমাদের পরামর্শ থাকবে খুব ভালো প্রোফাইল না হলে, IELTS/TOEFL Score ছাড়া আবেদন না করা।


কিন্তু, আবেদন করার পূর্বে অবশ্যই IELTS/TOEFL Requirement দেখে নিতে হবে।

যেসব ফিল্ডে আবেদন করা যাবে

নিচের ফিল্ডের অন্তর্ভুক্ত যেকোনো বিষয়ে আবেদন করা যাবে।

  • Sciences,
  • Medicine,
  • Engineering and Technology,
  • Humanities,
  • Social Sciences, and
  • Business Studies.

আবেদন করবেন যেভাবে

  • প্রথম ধাপ: HKPFS Reference Number পাওয়ার জন্য Hong Kong PhD Fellowship Scheme Electronic System এ একটা Initial Application করতে হবে এবং এই আবেদন করার শেষ সময় ১ ডিসেম্বর, ২০২২। 
  • দ্বিতীয় ধাপ: নিচের ৮ টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি বা দুইটি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ দুইটি প্রোগ্রামে আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। এই সার্ভিসের আওতায় আমরা আপনার প্রোফাইল অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট নির্বাচন করে দিবো, স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয়ে এডমিশনের জন্য এপ্লিকেশন কমপ্লিট করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

Like Our Page to Get Scholarship Notifications

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Personal Statement
  • 3 Letters of Reference (submitted by the referees directly to the online application portal)
  • Curriculum Vitae or CV
  • Research Proposal (If Need)
  • TOEFL/IELTS score (If Need)
  • GRE/GMAT Score (If Need)

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

Facebook Comments
error: Content is protected !!