UBD Graduate Scholarship
Universiti Brunui Darussalam ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় যা ব্রুনাই এর অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। QS World University Ranking অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২৫০ তম। বিশ্বব্যাপী পরিচিত এই বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর পিএইচডি প্রোগ্রামে পড়াশুনার জন্য ব্রুনাই এবং বিদেশী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করে থাকে যা UBD Graduate Scholarship নামে পরিচিত। বাংলাদেশী শিক্ষার্থীরা পিএইচডি প্রোগ্রামে লেখাপড়া করার জন্য এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ তারিখ– ৩১ জুলাই ২০২২ (জানুয়ারী ইনটেক, ২০২৩)।
কোর্স লেভেল– পিএইচডি প্রোগ্রাম।
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
রিসার্চ প্রপোজাল রাইটিং সার্ভিস
আবেদন করবেন যেভাবে–
Office of Admissions, Chancellor Hall,
Universiti Brunei Darussalam,
Tungku Link, Gadong BE1410, Brunei Darussalam
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এপ্লিকেশন কমপ্লিট করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়া, আপনি আমাদের Statement of Purpose, Research Proposal, Essay Writing সহ ফুল এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। নিচের লিংকে আমাদের ফুল প্যাকেজের বিস্তারিত।
তাছাড়াও, আমরা রিসার্চ প্রপোজাল, স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশনাল লেটার, সিভি রাইটিং ও রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে–
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।