আরটিপি স্কলারশিপ অস্ট্রেলিয়া | Pikdigg

RTP Scholarship Australia

The Research Training Program (RTP) বা আরটিপি স্কলারশিপ প্রতি বছর অস্ট্রেলিয়ান সরকার দেশি এবং বিদেশী শিক্ষার্থীদের দিয়ে থাকেন। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপ পেতে পারে। এই স্কলারশিপ মূলত পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রাম (রিসার্চ মাস্টার্স এন্ড রিসার্চ ডক্টরাল) এর জন্য প্রদান করা হয়। অস্ট্রেলিয়ান কিছু সিলেক্টেড বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপ এর আওতায় আছে। শিক্ষার্থীদের এই সব বিশ্ববিদ্যালয়ে এডমিশন এর জন্য এপ্লিকেশন এর মাধ্যমে এই স্কলারশিপ পেতে হয়।আরটিপি স্কলারশিপ এর জন্য আলাদা কোনো এপ্লিকেশন এর দরকার হয়না। বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষ এডমিশন প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাতালিকার ভিত্তিতে এই এই স্কলারশিপ প্রদান করে থাকে।

আবেদনের শেষ তারিখ সাধারণত বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় বিভিন্ন হয়। তবে, সচরাচর প্রতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিক। 

কোর্স লেভেল মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রী।

যা যা পাবেন

  • ফুল টিউশন ফি (মাস্টার্স এর জন্য সর্বোচ্চ ২ বছর এবং ডক্টরাল এর জন্য ৪ বছর)।
  • লিভিং এলাওয়েন্স হিসেবে পাবেন প্রতি বছর ২৮০০০ Australian Dollar (AUD) বা প্রায় বাংলাদেশী ১৭ লক্ষ টাকা।
  • হেলথ ইন্সুরেন্স।  
  • গবেষণার জন্য আনুষঙ্গিক ব্যয় সম্পর্কিত ভাতা।

আবেদনের যোগ্যতা

  • মাস্টার্স ডিগ্রী এর জন্য ব্যাচেলর এবং ডক্টরাল ডিগ্রী এর জন্য মাস্টারর্স ডিগ্রী লাগবে।
  • ভালো মানের একাডেমিক ব্যাকগ্রাউন্ড হতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

IELTS/TOEFL/PTE Score: প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ভেদে English Language Proficiency Score ভিন্ন হয়ে থাকে। তাই, আবেদন করার আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আবেদন করবেন যেভাবে

আবেদনের প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়েভেদে ভিন্ন হয়ে থাকে। তাই, আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। আমরা এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইল অনুযায়ী বিশ্ববিদ্যালয় নির্বাচন করবো, যেখানে আপনার এডমিশন ও স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর, বিশ্বদ্যালয়ের আবেদন প্রক্রিয়া অনুযায়ী এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিবো। তাছাড়া, সুপারভাইজার ম্যানেজমেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস, ও রিসার্চ প্রপোসাল লিখতে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে, আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।

 

তাছাড়া, আপনি আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

স্কলারশিপের নোটিফিকেশন পেতে লাইক দিয়ে সাথে থাকুন

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Personal Statement/Motivational Letter
  • Research Proposal
  • Letters of Reference (submitted by the referees directly to the online application portal)
  • Curriculum Vitae or CV
  • TOEFL/IELTS score
  • Passport
Facebook Comments

2 thoughts on “RTP Scholarship Australia”

Comments are closed.

Share
error: Content is protected !!