RTP Scholarship Australia
The Research Training Program (RTP) বা আরটিপি স্কলারশিপ প্রতি বছর অস্ট্রেলিয়ান সরকার দেশি এবং বিদেশী শিক্ষার্থীদের দিয়ে থাকেন। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপ পেতে পারে। এই স্কলারশিপ মূলত পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রাম (রিসার্চ মাস্টার্স এন্ড রিসার্চ ডক্টরাল) এর জন্য প্রদান করা হয়। অস্ট্রেলিয়ান কিছু সিলেক্টেড বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপ এর আওতায় আছে। শিক্ষার্থীদের এই সব বিশ্ববিদ্যালয়ে এডমিশন এর জন্য এপ্লিকেশন এর মাধ্যমে এই স্কলারশিপ পেতে হয়।আরটিপি স্কলারশিপ এর জন্য আলাদা কোনো এপ্লিকেশন এর দরকার হয়না। বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষ এডমিশন প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাতালিকার ভিত্তিতে এই এই স্কলারশিপ প্রদান করে থাকে।
আবেদনের শেষ তারিখ– সাধারণত বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় বিভিন্ন হয়। তবে, সচরাচর প্রতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিক।
কোর্স লেভেল– মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রী।
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
IELTS/TOEFL/PTE Score: প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ভেদে English Language Proficiency Score ভিন্ন হয়ে থাকে। তাই, আবেদন করার আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।
আবেদন করবেন যেভাবে–
আবেদনের প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়েভেদে ভিন্ন হয়ে থাকে। তাই, আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।
আমাদের সার্ভিস
এই বিশ্ববিদ্যালয়সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশন এবং স্কলারশিপে আবেদন করার জন্য আমরা এপ্লিকেশন সাপোর্ট দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দিবো যেখানে এডমিশন এবং স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর, বিশ্বাবিদ্যালয়ের নিয়ম মেনে এডমিশন এবং স্কলারশিপের জন্য নির্ভুলভাবে আবেদন করে দিবো। তাছাড়া, সুপারভাইজার ম্যানেজমেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস, ও রিসার্চ প্রপোসাল লিখতে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবো।
তাছাড়াও, আপনি আমাদের সুপারভাইজার ম্যানেজমেন্ট সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।
এছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, রিসার্চ প্রপোজাল এবং স্টাডি প্ল্যান রাইটিং সার্ভিস দিয়ে থাকি।
স্কলারশিপের নোটিফিকেশন পেতে লাইক দিয়ে সাথে থাকুন
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে–
Hello my loved one! I want to say that this article is awesome, nice written and include almost all important infos. I’d like to look extra posts like this .
Thanks