Pikdigg

Duke University PhD Funding

Duke University একটি স্বনামধন্য প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটি যা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ডুরহামে অবস্থিত। ১৮৩৮ সালে মেথডিস্ট এবং কোয়েকার বর্তমান ট্রিনিটি শহরে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং ১৮৯২ সালে এটি ডুরহামে স্থানান্তরিত হয়। QS World University Rankings অনুযায়ী বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৬১ তম। এই বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সকল পিএইচডি স্টুডেন্টদের Guaranteed Financial Support দিয়ে থাকে। 

আবেদনের সময়সীমাপ্রোগ্রামভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হয়ে থাকে।

প্রোগ্রাম লেভেল পিএইচডি (থিসিস-বেসড)।

Follow our Page to Get Scholarship Notifications

যা যা পাবেন

  • ফুল টিউশন ফিস। 
  • লিভিং এক্সপেন্স হিসেবে প্রতি মাসে স্টাইপেন্ড। 
  • হেলথ ইন্সুরেন্স। 
  • এবং অন্যান্য ফিস।

আবেদনের যোগ্যতা

  • সাধারণত ব্যাচেলর'স ডিগ্রী লাগে। প্রোগ্রামভেগে সিজিপিএ এবং ডিগ্রী রিকুইরেমেন্টস ভিন্ন হয়ে থাকে। তাই, যেই প্রোগ্রামে আবেদন চান, অবশ্যই ওই প্রোগ্রামের Admission Requirements ভালো করে দেখে নিতে হবে।
  • অধিকাংশ প্রোগ্রামে GRE Optional অর্থাৎ GRE ছাড়াও আবেদন করতে পারবেন। প্রোগ্রামভেদে জিআরই রিকোয়ারমেন্ট ভিন্ন হয়ে থাকে। তাই, যেই প্রোগ্রামে আবেদন চান, অবশ্যই ওই প্রোগ্রামের GRE Requirements ভালো করে দেখে নিতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

নিচের যেকোনো একটি উপায়ে English Language Proficiency Requirements ফুলফিল করতে পারবেন।

  • Academic IELTS:  মিনিমাম ওভারঅল স্কোর ৭.০। 
  • TOEFL iBT:  মিনিমাম ওভারঅল স্কোর ৯০। 
  • Duolingo English Test (DET):  মিনিমাম ওভারঅল স্কোর ১২৫। 

বি দ্রঃ প্রোগ্রামভেদে English Test Score Requirements ভিন্ন হয়ে থাকে। তাই, আপনি যেই প্রোগ্রামে আবেদন করবেন, অবশ্যই ওই প্রোগ্রামের English Language Proficiency Requirements ভালো করে দেখে নিতে হবে এবং প্রয়োজনবোধে প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইমেইল করে নিশ্চিত হতে হবে।

Higher Education Courses


যেসব বিষয়ে আবেদন করা যাবে

  • Art, Art History and Visual Studies
  • Biochemistry
  • Biology
  • Biomedical Engineering
  • Biostatistics and Bioinformatics
  • Business Administration
  • Cell and Molecular Biology
  • Cell Biology
  • Chemistry
  • Classical Studies
  • Civil and Environmental Engineering
  • Cognitive Neuroscience
  • Computational Biology and Bioinformatics
  • Computational Media, Arts & Cultures
  • Computer Science
  • Cultural Anthropology
  • Developmental and Stem Cell Biology
  • Earth and Climate Sciences
  • Ecology
  • Economics
  • Electrical and Computer Engineering
  • English
  • Environment
  • Environmental Policy
  • Evolutionary Anthropology
  • Genetics and Genomics
  • German Studies (Carolina-Duke German Program)
  • History
  • Immunology
  • Integrated Toxicology and Environmental Health*
  • Literature
  • Marine Science and Conservation
  • Materials Science and Engineering
  • Mathematics
  • Mechanical Engineering and Materials Science
  • Medical Physics
  • Medical Scientist Training
  • Molecular Cancer Biology
  • Molecular Genetics and Microbiology
  • Music
  • Neurobiology
  • Nursing
  • Pathobiology and Translational Biosciences
  • Pharmacology
  • Philosophy
  • Physics
  • Political Science
  • Population Health Sciences
  • Psychology and Neuroscience
  • Public Policy
  • Religion
  • Romance Studies
  • Sociology
  • Statistical Science 

আবেদন করবেন যেভাবে

  • প্রোগ্রাম সিলেকশন: আপনার প্রোফাইল অনুযায়ী উপযুক্ত প্রোগ্রাম নির্বাচন করতে হবে।
  • সুপারভাইজার ম্যানেজমেন্ট: অধিকাংশ প্রোগ্রামে এডমিশনের জন্য আবেদন করার পূর্বে একজন সুপারভাইজার ম্যানেজ করতে হয়। আবার কিছু প্রোগ্রাম আছে যেই গুলোতে এডমিশনের জন্য আবেদন করার পূর্বে সুপারভাইজার ম্যানেজ করা বাধ্যতামূলক না বা সুপারভাইজার ম্যানেজ করতেই হয়না। যদি আপনার সিলেক্ট করা প্রোগ্রামে আগে সুপারভাইজার ম্যানেজ করে আবেদন করতে হয়, তাহলে অবশ্যই একজন সুপারভাইজার ম্যানেজ করে আবেদন করতে হবে।
  • আবেদন: বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাকশন্স ফলো করে এডমিশনের জন্য আবেদন করতে হবে। এবং আবেদন করার সময় যেই রাইটিং গুলো (Statement of Purpose/Essay/Statement of Interest, etc) রেডি করতে হবে, ওই গুলো ও বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাকশন্স ফলো করে রেডি করতে হবে।

বি দ্রঃ এই স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

Canada/USA/Australia তে মাস্টার'স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের "Message Us" button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।

তাছাড়া, Canada/USA/Australia তে এডমিশন/স্কলারশিপের জন্য আবেদনকারীদের আমরা 30 MINUTES FREE CONSULTATION  দিয়ে থাকি যাতে করে আবেদনকারীরা আবেদনের প্রতিটি পর্যায় সম্পর্কে ভালো করে জানতে পারে এবং এডমিশন/স্কলারশিপের জন্য সঠিকভাবে আবেদন করতে পারে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Statement of Purpose
  • Life Experiences Statement
  • Curriculum Vitae or CV
  • Letters of Recommendation (LOR) 
  • TOEFL/IELTS/Duolingo Score (If Needed) 
  • GRE Score (If Needed) 

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

সাধারণ প্রশ্ন ও উত্তর

মাস্টার'স ছাড়া কি পিএইচডি প্রোগ্রামে আবেদন করা যাবে?

হা, অধিকাংশ প্রোগ্রামে মাস্টার'স ছাড়া, শুধু ব্যাচেলর'স ডিগ্রী দিয়েই আবেদন করা যাবে।

এপ্লিকেশন করার আগে সুপারভাইজার ম্যানেজ করতে হবে কিনা?

কিছু প্রোগ্রামে আবেদন করার পূর্বে সুপারভাইজর ম্যানেজ করে বাধ্যতামূলক। আবার কিছু প্রোগ্রামে সুপারভাইজর ম্যানেজ করা বাধ্যতামূলক নয় এবং এইগুলোতে সুপারভাইজর ম্যানেজ না করেও আবেদন করা যায়।

বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?

না।

আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন।

USA তে আরও স্কলারশিপ:

1. Texas A & M Doctoral Fellowship

2. University of Michigan Doctoral Fellowship

10 thoughts on “Duke University PhD Funding”

  1. Bsc- 3.16
    Chemistry
    Msc-3.45
    Toefl ibt home edition – 88
    Gre- 316
    Publication -4
    Working as a chemistry lecturer in a college for 5 years
    …..are you work for phd??

    Reply

Leave a Comment

error: Content is protected !!

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.