Pikdigg

Memorial University of Newfoundland Graduate Funding

কানাডার যেসব বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে কম টিউশন ফিতে লেখাপড়া করা যায়, তাদের মধ্যে Memorial University of Newfoundland অন্যতম। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি কানাডার Newfoundland and Labrador প্রভিন্সে অবস্থিত। QS World University Rankings অনুযায়ী বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৭৫১-৮০০ তম। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের Faculty of Engineering and Applied Science মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের Graduate Funding প্রদান করে থাকে।

আবেদনের সময়সীমা১ ডিসেম্বর ২০২৩।

প্রোগ্রাম লেভেল রিসার্চ-বেসড মাস্টার্স এবং পিএইচডি।

Follow our Page to Get Scholarship Notifications

যা যা পাবেন

  • মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রতি বছর কমপক্ষে ১৭,০০০ কানাডিয়ান ডলার।
  • পিএইচডি প্রোগ্রামের জন্য প্রতি বছর কমপক্ষে ২১,০০০ কানাডিয়ান ডলার।

বি দ্রঃ মাস্টার্স প্রোগ্রামে প্রতি বছর টিউশন ফী ৪,৮৩৩ কানাডিয়ান ডলার এবং পিএইচডি প্রোগ্রামে ৪,৪৯৭ কানাডিয়ান ডলার। টিউশন ফী এর বিষয়ে তথ্যটি এই লিংক থেকে দেখুন।

আবেদনের যোগ্যতা

  • মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার জন্য ব্যাচেলর ডিগ্রী (কমপক্ষে সেকেন্ড ক্লাস রেজাল্ট) থাকতে হবে। 
  • পিএইচডি প্রোগ্রামে আবেদন করার জন্য মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

নিচের যেকোনো একটি উপায়ে English Language Proficiency Requirements ফুলফিল করতে পারবেন।

  • Academic IELTS:  মিনিমাম ওভারঅল স্কোর ৬.৫। 
  • TOEFL iBT:  মিনিমাম ওভারঅল স্কোর ৮০। 
  • PTE:  রিডিং, রাইটিং, লিসেনিং, এবং স্পিকিং এ মিনিমাম ৫৮। 
  • Duolingo English Test (DET):  মিনিমাম ওভারঅল স্কোর ১১৫। 
  • আপনি যদি ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে ইংরেজি মাধ্যমে লেখাপড়া করে থাকেন তাহলে IELTS/TOEFL/PTE/DET এর পরিবর্তে Medium of Instruction (MOI) ব্যবহার করতে পারবেন। তবে, ভালো একাডেমিক রেজাল্ট, রিসার্চ এক্সপেরিয়েন্স এবং পাবলিকেশন ছাড়া শুধু MOI দিয়ে কানাডাতে স্কলারশিপ পাওয়া প্রায় অসম্ভব। তাই, আমাদের পরামর্শ থাকবে খুব ভালো প্রোফাইল না হলে, IELTS/TOEFL/PTE/DET Score ছাড়া আবেদন না করা।
    Source: Medium of Instruction এর বিষয়ে তথ্যটি এই লিংক থেকে দেখুন।

বি দ্রঃ প্রোগ্রামভেদে Test Score Requirements ভিন্ন হতে পারে। তাছাড়া, ডিপার্টমেন্টভেদে Medium of Instruction এর কন্ডিশন ও পরিবর্তন হতে পারে। তাই, আবেদন করার আগে অবশ্যই English Language Proficiency Requirements ভালো করে দেখে নিতে হবে এবং প্রয়োজনবোধে প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইমেইল করে নিশ্চিত হতে হবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

  • Civil Engineering (MEng, PhD)
  • Computer Engineering (MEng, PhD)
  • Electrical Engineering (MEng, PhD)
  • Mechanical Engineering (MEng, PhD)
  • Ocean and Naval Architectural Engineering (MEng, PhD)
  • Oil and Gas Engineering (MEng, PhD)
  • Process Engineering (MEng, PhD)

আবেদন করবেন যেভাবে

  • মাস্টার'স বা পিএইচডি প্রোগ্রামে এডমিশনের জন্য আবেদন করতে হবে। আপনার একাডেমিক মেরিট, আয়েল্টস/টোফেল স্কোর, এসওপি, পাবলিকেশন্স, রিসার্চ এক্সপেরিন্স, জব এক্সপেরিন্স ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে এডমিশন এবং এই স্কলারশিপের জন্য নির্বাচন করবেন।
  • অনেক প্রোগ্রামে আবেদন করার পূর্বেই সুপারভাইজার ম্যানেজ করতে উৎসাহিত করা হয়। তাই, আবেদন করার আগে অবশ্যই প্রোগ্রাম রিকোয়ারমেন্ট দেখে নিতে হবে।

বি দ্রঃ এই স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

এই বিশ্ববিদ্যালয়সহ কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশন এবং স্কলারশিপে আবেদন করার জন্য আমরা এপ্লিকেশন সাপোর্ট দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দিবো যেখানে এডমিশন এবং স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর, বিশ্বাবিদ্যালয়ের নিয়ম মেনে এডমিশন এবং স্কলারশিপের জন্য নির্ভুলভাবে আবেদন করে দিবো। তাছাড়া, সুপারভাইজার ম্যানেজমেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস, ও রিসার্চ প্রপোসাল লিখতে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবো। 


তাছাড়াও, আপনি আমাদের সুপারভাইজার ম্যানেজমেন্ট সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।

এছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, রিসার্চ প্রপোজাল এবং স্টাডি প্ল্যান রাইটিং সার্ভিস দিয়ে থাকি।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Statement of Purpose
  • Curriculum Vitae or CV
  • Letters of Reference (LOR) 
  • TOEFL/IELTS Score (If Needed) 

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

সাধারণ প্রশ্ন ও উত্তর

এপ্লিকেশন করার আগে সুপারভাইজার ম্যানেজ করতে হবে কিনা?

অনেক প্রোগ্রামে আবেদন করার পূর্বেই সুপারভাইজার ম্যানেজ করতে উৎসাহিত করা হয়।

বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?

না।

আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন।

Facebook Comments

6 thoughts on “Memorial University of Newfoundland Graduate Funding”

Leave a Comment

error: Content is protected !!

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.