...

Pikdigg

Memorial University of Newfoundland Graduate Funding

কানাডার যেসব বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে কম টিউশন ফিতে লেখাপড়া করা যায়, তাদের মধ্যে Memorial University of Newfoundland অন্যতম। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি কানাডার Newfoundland and Labrador প্রভিন্সে অবস্থিত। QS World University Rankings অনুযায়ী বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৬৬১-৬৭০ তম। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের Faculty of Engineering and Applied Scienceথিসিস বেসড মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত প্রতিটি শিক্ষার্থীদের Graduate Funding/Scholarship প্রদান করে থাকে।

আবেদনের সময়সীমা১ ডিসেম্বর ২০২৪।

প্রোগ্রাম লেভেল রিসার্চ-বেসড মাস্টার্স এবং পিএইচডি।

Follow our Page to Get Scholarship Notifications

যা যা পাবেন

  • মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রতি বছর কমপক্ষে ১৮,০০০ কানাডিয়ান ডলার।
  • পিএইচডি প্রোগ্রামের জন্য প্রতি বছর কমপক্ষে ২২,০০০ কানাডিয়ান ডলার।

বি দ্রঃ এই স্কলারশিপের বাহিরেও স্টুডেন্টরা Teaching Assistant হিসেবে একজন প্রফেসরের আন্ডারে জব করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। তাছাড়া, থিসিস বেসড মাস্টার'স & পিএইচডি প্রোগ্রামে টিউশন ফিস খুবই কম। মাস্টার্স প্রোগ্রামে প্রতি বছর টিউশন ফী মাত্র ৪,৮৩৩ কানাডিয়ান ডলার এবং পিএইচডি প্রোগ্রামে মাত্র ৪,৪৯৭ কানাডিয়ান ডলার। টিউশন ফী এর বিষয়ে তথ্যটি এই লিংক থেকে দেখুন। 

আবেদনের যোগ্যতা

  • মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার জন্য ব্যাচেলর ডিগ্রী (কমপক্ষে সেকেন্ড ক্লাস রেজাল্ট) থাকতে হবে। 
  • পিএইচডি প্রোগ্রামে আবেদন করার জন্য মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

নিচের যেকোনো একটি উপায়ে English Language Proficiency Requirements ফুলফিল করতে পারবেন।

  • Academic IELTS:  মিনিমাম ওভারঅল স্কোর ৬.৫। 
  • TOEFL iBT:  মিনিমাম ওভারঅল স্কোর ৮০। 
  • PTE:  রিডিং, রাইটিং, লিসেনিং, এবং স্পিকিং এ মিনিমাম ৫৮। 
  • Duolingo English Test (DET):  মিনিমাম ওভারঅল স্কোর ১১৫। 
  • আপনি যদি ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে ইংরেজি মাধ্যমে লেখাপড়া করে থাকেন তাহলে IELTS/TOEFL/PTE/DET এর পরিবর্তে Medium of Instruction (MOI) ব্যবহার করতে পারবেন। তবে, ভালো একাডেমিক রেজাল্ট, রিসার্চ এক্সপেরিয়েন্স এবং পাবলিকেশন ছাড়া শুধু MOI দিয়ে কানাডাতে স্কলারশিপ পাওয়া প্রায় অসম্ভব। তাই, আমাদের পরামর্শ থাকবে খুব ভালো প্রোফাইল না হলে, IELTS/TOEFL/PTE/DET Score ছাড়া আবেদন না করা।
    Source: Medium of Instruction এর বিষয়ে তথ্যটি লিংক ১ এবং লিংক ২ থেকে দেখুন।

বি দ্রঃ প্রোগ্রামভেদে Test Score Requirements ভিন্ন হতে পারে। তাছাড়া, ডিপার্টমেন্টভেদে Medium of Instruction এর কন্ডিশন ও পরিবর্তন হতে পারে। তাই, আবেদন করার আগে অবশ্যই English Language Proficiency Requirements ভালো করে দেখে নিতে হবে এবং প্রয়োজনবোধে প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইমেইল করে নিশ্চিত হতে হবে।

Higher Education Courses


যেসব বিষয়ে আবেদন করা যাবে

এই স্কলারশিপটি Faculty of Engineering and Applied Science দিয়ে থাকে। এই ফ্যাকাল্টির আন্ডারে নিচের প্রোগ্রামগুলোতে আবেদন করা যাবে।

  • Civil Engineering (MEng, PhD)
  • Computer Engineering (MEng, PhD)
  • Electrical Engineering (MEng, PhD)
  • Mechanical Engineering (MEng, PhD)
  • Ocean and Naval Architectural Engineering (MEng, PhD)
  • Oil and Gas Engineering (MEng, PhD)
  • Process Engineering (MEng, PhD)

আবেদন করবেন যেভাবে

১. প্রোগ্রাম সিলেকশন: আপনার প্রোফাইল অনুযায়ী উপযুক্ত প্রোগ্রাম নির্বাচন করতে হবে।

২. সুপারভাইজার ম্যানেজমেন্ট: Faculty of Engineering and Applied Science এ থিসিস বেসড মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে এডমিশনের জন্য আবেদন করার পূর্বে অবশ্যই একজন সুপারভাইজার ম্যানেজ করতে হয়। তাই, প্রথমে সুপারভাইজারদের সাথে কন্টাক্ট করতে হবে। যদি কোনো সুপারভাইজার সুপারভাইজ করতে রাজি হন, তাহলেই শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।

৩. আবেদন: বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাকশন্স ফলো করে এডমিশনের জন্য আবেদন করতে হবে। এবং আবেদন করার সময় যেই রাইটিং গুলো (Statement of Purpose/Essay/Statement of Interest, etc) রেডি করতে হবে, ওই গুলো ও বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাকশন্স ফলো করে রেডি করতে হবে।

বি দ্রঃ এই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

Canada/USA/Australia তে মাস্টার'স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের "Message Us" button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।

তাছাড়া, Canada/USA/Australia তে এডমিশন/স্কলারশিপের জন্য আবেদনকারীদের আমরা 30 MINUTES FREE CONSULTATION  দিয়ে থাকি যাতে করে আবেদনকারীরা আবেদনের প্রতিটি পর্যায় সম্পর্কে ভালো করে জানতে পারে এবং এডমিশন/স্কলারশিপের জন্য সঠিকভাবে আবেদন করতে পারে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Statement of Interest
  • Curriculum Vitae or CV
  • Letters of Reference (LOR) 
  • TOEFL/IELTS/PTE/Duolingo Score (If Needed) 

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

সাধারণ প্রশ্ন ও উত্তর

এপ্লিকেশন করার আগে সুপারভাইজার ম্যানেজ করতে হবে কিনা?

Faculty of Engineering and Applied Science এ থিসিস বেসড মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে এডমিশনের জন্য আবেদন করার পূর্বে অবশ্যই একজন সুপারভাইজার ম্যানেজ করতে হয়। তাই, প্রথমে সুপারভাইজারদের সাথে কন্টাক্ট করতে হবে। যদি কোনো সুপারভাইজার সুপারভাইজ করতে রাজি হন, তাহলেই শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।

তাছাড়া, এই বিশ্ববিদ্যালয়ে কিছু প্রোগ্রামে আছে যেখানে সুপারভাইজর ম্যানেজ করা বাধ্যতামূলক না বা কোনো সুপারভাইজার ই ম্যানেজ করতে হয়না। এই প্রোগ্রামগুলোতে আপনি প্রথমে সুপারভাইজার ম্যানেজ করার চেষ্টা করতে পারেন। যদি কোনো সুপারভাইজার ম্যানেজ না ও হয়, আপনি আবেদন করতে করে দিতে পারবেন।

বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?

না।

আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন।

কানাডাতে আরও স্কলারশিপ:

1. York University Scholarship

2. University of British Columbia Fellowship

4. McMaster University Graduate Scholarship

10 thoughts on “Memorial University of Newfoundland Graduate Funding”

  1. I work in Bangladesh in industry as Senior Manager. I am a graduate Mechanical engineer.
    I have 20 plus yrs of industrial experience.

    I want to do Masters or PhD in USA, Canada or Europe.

    Pls guide.

    Reply
  2. without ielts, have any opportunity to get admitted into this University? Graduation and masters, the medium of learning was English. I have also a publication.

    Reply
    • If you aim for a full scholarship but don’t have an outstanding profile, your chances of securing one without a strong IELTS/TOEFL/PTE score are very low. However, if you consider self-funding, you might have a better chance. We strongly recommend obtaining a good IELTS/TOEFL/PTE score before applying to increase your opportunities.

      Reply

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।