Memorial University of Newfoundland Graduate Funding
কানাডার যেসব বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে কম টিউশন ফিতে লেখাপড়া করা যায়, তাদের মধ্যে Memorial University of Newfoundland অন্যতম। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি কানাডার Newfoundland and Labrador প্রভিন্সে অবস্থিত। QS World University Rankings অনুযায়ী বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৭৫১-৮০০ তম। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের Faculty of Engineering and Applied Science মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের Graduate Funding প্রদান করে থাকে।
আবেদনের সময়সীমা– ১ ডিসেম্বর ২০২৩।
প্রোগ্রাম লেভেল– রিসার্চ-বেসড মাস্টার্স এবং পিএইচডি।
Follow our Page to Get Scholarship Notifications
যা যা পাবেন–
বি দ্রঃ মাস্টার্স প্রোগ্রামে প্রতি বছর টিউশন ফী ৪,৮৩৩ কানাডিয়ান ডলার এবং পিএইচডি প্রোগ্রামে ৪,৪৯৭ কানাডিয়ান ডলার। টিউশন ফী এর বিষয়ে তথ্যটি এই লিংক থেকে দেখুন।
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
নিচের যেকোনো একটি উপায়ে English Language Proficiency Requirements ফুলফিল করতে পারবেন।
বি দ্রঃ প্রোগ্রামভেদে Test Score Requirements ভিন্ন হতে পারে। তাছাড়া, ডিপার্টমেন্টভেদে Medium of Instruction এর কন্ডিশন ও পরিবর্তন হতে পারে। তাই, আবেদন করার আগে অবশ্যই English Language Proficiency Requirements ভালো করে দেখে নিতে হবে এবং প্রয়োজনবোধে প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইমেইল করে নিশ্চিত হতে হবে।
যেসব বিষয়ে আবেদন করা যাবে–
আবেদন করবেন যেভাবে–
বি দ্রঃ এই স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।