Stipendium Hungaricum Scholarship
হাঙ্গেরি ইউরোপের একটি অন্যতম রাষ্ট্র হিসেবে পরিচিত। স্কলারশিপ ও লেখাপড়ার পাশাপাশি কাজের সুবিধা থাকায়, বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলেছে।
হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০২০ সালে ৫০০০ এর চেয়েও অধিক শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ওয়ান টায়ার মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছিল। এই বছর এই সংখ্যাটা আরো বাড়বে। তাছাড়া, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় আন্ডারগ্র্যজুয়েট এবং মাস্টার্স পর্যায়ে ৮০ জন এবং ডক্টরাল প্রোগ্রামে ২০ জনকে এই স্কলারশিপ দেয়া হয় এবং এই বছরেও ১৪০ জনকে এই স্কলারশিপ দেয়া হবে।
কোনো শিক্ষার্থী যদি একই সাথে আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ নিতে ইচ্ছুক থাকে তাহলে ওয়ান টায়ার মাস্টার্সের জন্য আবেদন করতে হবে। ওয়ান টায়ার প্রোগ্রাম টি দেয়া হচ্ছে জেনারেল মেডিসিন, ফার্মেসী, ডেন্টিস্ট্রি, আর্কিটেকচার, আইন, ভেটেরিনারি সার্জারি, ফরেস্ট্রি ইঞ্জিন্যারিং ইত্যাদি সাবজেক্টের ক্ষেত্রে।
প্রোগ্রাম লেভেল- Undergraduate, Master's, Nuclear Energetics, PhD.
আবেদনের শেষ সময়- ১৫ জানুয়ারী, ২০২২।
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
ইংরেজি ভাষার দক্ষতা–
Statement of Purpose Writing Service
আবেদন করবেন যেভাবে–
যুগ্নসচিব (বৃত্তি)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়,
বাংলাদেশ সচিবালয় , ঢাকা।
সমস্ত কাগজপত্রের হার্ডকপি ১৬ জানুয়ারী, ২০২২ (বিকাল ৪ টা) এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। সচিবালয়ের ২ নং গেইট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯ নং কাউন্টারে সকাল ১০-১১ ও বিকাল ৩:৩০-৪:৩০ এর মধ্যে জমা দিতে হবে।
বি. দ্রঃ শুধু পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের আগে সুপারভাইজারের কাছ থেকে Statement of Acceptance from Supervisor নিতে হবে। তারপর, আবেদন শুরু করতে হবে।
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে সর্বোচ্চ ২ টি এলিজিবল প্রোগ্রাম নির্বাচন করে দিব, যেখানে স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এবং স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আবেদনের জন্য সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়া, পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীরা সুপারভাইজার ম্যানেজ করার জন্য আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।
এছাড়াও, আমাদের কাছ থেকে এডমিশন ও স্কলারশিপে আবেদন করার জন্য Motivational Letter, CV, Letter of Recommendation রাইটিং সার্ভিস নিতে পারেন।
Like Our Page to Get Scholarship Notification
প্রয়োজনীয় ডকুমেন্টস–
Stipendium Hungaricum Website এ নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে নিচের ডকুমেন্টস জমা দিতে হবে।
2 thoughts on “Stipendium Hungaricum Scholarship”