Pikdigg

Commonwealth Scholarships

প্রতি বছর যুক্তরাজ্য সরকার মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে লেখাপড়া করার জন্য নিন্ম এবং মধ্যম আয়ের কমনওয়েলথ দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে। এমন একটি স্বনামধন্য স্কলারশিপ হলো কমনওয়েলথ স্কলারশিপস। UK Foreign, Commonwealth & Development Office (FCDO) কর্তৃক অর্থায়িত এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা যুক্তরাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ ফ্রিতে লেখাপড়া করার সুযোগ পাবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

আবেদনের শেষ তারিখ– UGC: ১২ অক্টোবর ২০২২, CSC: ১৮ নভেম্বর ২০২২।

প্রোগ্রাম লেভেল Taught Master's Course (Full Time) & PhD.

যা যা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফী।
  • UK তে যাওয়ার এবং লেখাপড়া শেষে বাংলাদেশে ফিরে আসার বিমান ভাড়া।
  • প্রতি মাসে স্টাইপেন্ড ১২৩৬ ব্রিটিশ পাউন্ড। তবে, লন্ডন মেট্রোপলিটন এরিয়ার ভিতরে বিশ্ববিদ্যালয় হলে ১৫১৬ ব্রিটিশ পাউন্ড।
  • গরম কাপড়ের জন্য এলাওয়েন্স (যদি লাগে)।
  • প্রয়োজন অনুসারে থিসিস গ্রান্ট।
  • শিক্ষা সফরের জন্য গ্রান্ট।
  • এছাড়াও, অন্যান্য ফিন্যান্সিয়াল সাপোর্ট প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

  • যুক্তরাজ্যের যেকোনো বিশ্বদ্যালয় থেকে আনকন্ডিশনাল অফার লেটার থাকতে হবে।
  • মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করার জন্য ব্যাচেলর প্রোগ্রামে কমপক্ষে ৩.৩ থাকতে হবে। অথবা, ব্যাচেলর প্রোগ্রামে কমপক্ষে ২.৭০-৩.২৯ সহ একটি রিলেভেন্ট মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
  • আবেদন করার সময় কোনো মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়ে থাকা যাবেনা।
  • ২য় মাস্টার্স প্রোগ্রামে আবেদন করলে অবশ্যই ভালো করে ব্যাখ্যা করতে হবে কেন আপনি ২য় মাস্টার্স করতে চাচ্ছেন।
  • UK এর কোন বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপ ছাড়া লেখাপড়া করার সামর্থ্য থাকা যাবেনা।
  • প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নির্ধারিত ফরম্যাটে জমা দিতে হবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

নিচের ৬ টি থিমের অধীনে যেকোনো বিষয়ে আবেদন করা যাবে।

  • Science and technology for development, 
  • Strengthening health systems and capacity,
  • Promoting global prosperity,
  • Strengthening global peace, security and governance,
  • Strengthening resilience and response to crises, 
  • Access, inclusion and opportunity.

আবেদন করবেন যেভাবে

  • প্রথম ধাপ: University Grants Commission (UGC), Bangladesh এ আবেদন করতে হবে। UGC কর্তৃক আবেদনের নিয়মানুবলি মেনে এপ্লিকেশন ফর্ম পূরণ করে, সত্যায়িত একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট সাইজের ছবি; আয়েল্টস সার্টিফিকেট (যদি থাকে) এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিচের ঠিকানায় ১২ অক্টোবর ২০২২ এর মাঝে পাঠিয়ে দিতে হবে। এই লিংক থেকে UGC এর নিয়মানুবলি দেখুন।

    "The Secretary, University Grants Commission of Bangladesh, Agargaon Administrative Area, Sher-E-Bangla Nagar, Dhaka-1207"
  • দ্বিতীয় ধাপ:  Commonwealth Scholarship Commission (CSC) তে ১৮ অক্টোবর ২০২২ এর মাঝে আবেদন করতে হবে। মাস্টার্স প্রোগ্রামের জন্য এই লিংক এবং পিএইচডি প্রোগ্রামের জন্য এই লিংক থেকে থেকে CSC Portal এ আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে UGC তে সঠিক নিয়মে আবেদন করতে সাহায্য করবো/আপনার হয়ে আবেদন করে দিবো। তাছাড়াও, আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে সর্বোচ্চ ৩ টি এলিজিবল কোর্স নির্বাচন করে দিব, যেখানে এডমিশন ও স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এবং CSC Portal এ আবেদন করে দিব। অথবা, আপনি নিজে আবেদন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। 


তাছাড়া, আমাদের কাছ থেকে এই স্কলারশিপে আবেদন করার জন্য Proposed Study Plan, Personal Statement, Career Plan Writing Service নিতে পারেন।

Like our page to get scholarship notification

প্রয়োজনীয় ডকুমেন্টস

CSC Portal এ আবেদন করতে নিচের ডকুমেন্টস এবং তথ্য লাগবে।

  • Academic Transcripts & Certificates
  • Passport
  • 3 Referee Details (বিশ্ববিদ্যালয় থেকে রেফারীদের ইমেইলে অনলাইন রেফারেন্স ফর্ম পাঠাবে)
  • Development Impact Statement (৬৫০ শব্দের মাঝে)
  • Proposed Study Plan (৪২৫ শব্দের মাঝে)
  • Personal Statement (৫০০ শব্দের মাঝে)
  • Career Plan (৭50 শব্দের মাঝে)

বিশেষ তথ্য 

  • আপনি একাধিক মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারবেন তবে বৃত্তি শুধুমাত্র একটি প্রোগ্রামের জন্য গ্রহণ করতে হবে।
  • বৃত্তির মেয়াদ শেষ হলে আপনাকে নিজ দেশে ফেরত আসতে হবে।
  • বৃত্তি চলাকালীন সময়ে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোন কাজ (চাকরী) করতে পারবেন না।

Official Circular Link (UGC): এই লিংক থেকে দেখুন।

Official Circular Link (CSC)-Master's: এই লিংক থেকে দেখুন।

Official Circular Link (CSC)-PhD: এই লিংক থেকে দেখুন।

সাধারণ প্রশ্ন ও উত্তর

বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?

না।

আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?

হ্যা, পারবেন।

যুক্তরাজ্যে আরও স্কলারশিপ:

1. UK Chevening Scholarship

2. Commonwealth Shared Scholarship

3. University of Leeds Scholarship

4 thoughts on “Commonwealth Scholarship”

  1. Any new circular for this year? 2022
    I am a doctor,MBBS. Can I apply for Strengthening of Health System &Capacity?

    Reply

Leave a Comment

error: Content is protected !!

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.