...

Pikdigg

Australia Awards Scholarship

অস্ট্রেলিয়ান সরকার প্রদত্ত Australia Awards Scholarship বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশকে দেয়া একটি স্বনামধন্য বৃত্তি। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সমৃদ্ধি বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং আর্থ-সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য অস্ট্রেলিয়া সরকার সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে। ২০২৪ সেশনের ভর্তির জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

প্রোগ্রাম লেভেল- Masters (Coursework and Research Based Program)

আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল, ২০২৪।

Follow Our Page to Get Scholarship Notifications

যা যা পাবেন-

  • সম্পূর্ণ টিউশন ফী।
  • অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার এয়ার-টিকেট।
  • বসবাসের জন্য যাবতীয় খরচ।
  • অস্ট্রেলিয়াতে পৌছানোর পর এস্টাব্লিশমেন্ট ভাতা।
  • হেলথ ইন্সুরেন্স।
  • প্রোগ্রাম শুরু করার পূর্ববর্তী সকল ট্রেনিং এর ফী।

যারা আবেদন করতে পারবেন-

  • গ্রূপ ১: বিসিএস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, এবং জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তারা।
  • গ্রূপ ২: উন্নয়ন সংস্থা বিশেষ করে বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা, সিভিল সোসাইটি সংস্থা এবং কমিউনিটি সংস্থার কর্মকর্তারা।
  • গ্রূপ ৩: উদ্যোক্তা বা বেসরকারী সংস্থার কর্মকর্তারা।
  • গ্রূপ ৪: একাডেমিয়া, রিসার্চ ইনস্টিটিউট, মিডিয়া এবং সাংস্কৃতিক সংগঠন এর কর্মকর্তারা আবেদন করতে পারবেন।

মিনিমাম জব এক্সপেরিয়েন্স-

  • গ্রূপ ১: কমপক্ষে ৩ বছরের ফুল টাইম জব এক্সপেরিয়েন্স।
  • গ্রূপ ২: কমপক্ষে ৩ বছরের ফুল টাইম জব এক্সপেরিয়েন্স।
  • গ্রূপ ৩: কমপক্ষে ৩ বছরের ফুল টাইম জব এক্সপেরিয়েন্স।
  • গ্রূপ ৪: কমপক্ষে ৩ বছরের ফুল টাইম জব এক্সপেরিয়েন্স।

আবেদনের যোগ্যতা ও শর্তসমূহ-

  • বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  • বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • অস্ট্রেলিয়ার নাগরিক, অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী অথবা অস্ট্রেলিয়ায় বসবাসের জন্য ভিসা আবেদন করেছে এমন কেউ আবেদন করতে পারবেন না।
  • অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের নাগরিকের সাথে বিবাহ/এনগেজড হওয়া যাবে না।
  • মিলিটারি সার্ভিস এ কর্মরত কর্মকর্তারা আবেদন করতে পারবেন না।
  • আপনি যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবেন, অবশ্যই তাদের এডমিশন ক্রাইটেরিয়া পূরণ হতে হবে।
  • যারা মাস্টার্স রিসার্চ প্রোগ্রামে আবেদন করবেন অবশ্যই একজন পটাশিয়াল সুপারভাইজার নির্বাচন করতে হবে এবং অবশ্যই সুপারভাইজারের যে করেসপন্ডেন্স হয়েছে তার প্রমান দেখতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • IELTS (Academic): Overall-6.5, No band score below 6.0.
  • TOEFL (Internet Based): Overall-84, No band score below 21.
  • PTE: Overall-58, No band score below 50.

বিঃ দ্রঃ IELTS/TOEFL/PTE Score অবশ্যই ১ জানুয়ারী, ২০২৪ পর্যন্ত ভ্যালিড থাকতে হবে।


তাছাড়া, নারী, ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আবেদনকারীদের ক্ষেত্রে ওভারঅল IELTS স্কোর ৬.০ (কোনো ব্যান্ডেই ৫.৫ এর নিচেনা) বা এর সমমানের TOEFL/PTE স্কোর হলেই হবে। তবে, এই স্কোর দিয়ে স্কলারশিপের জন্য নির্বাচিত হলেও, বিশ্ববিদ্যালয়ের মিনিমাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে।

Higher Education Courses


আবেদন করবেন যেভাবে

এই লিংক থেকে অনলাইনে আবেদন শেষ করতে হবে। 


বিঃদ্রঃ কোন আবেদন ফী ছাড়াই আবেদন শেষ করা যাবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। এই সাপর্টের আওতায় আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং স্কলারশিপের জন্য আবেদন করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন।

তাছাড়া, Research Based Master's Program এ আবেদন করতে অবশ্যই একজন সুপারভাইজার ম্যানেজ করতে হয়। আপনি আমাদের সুপারভাইজার ম্যানেজমেন্ট সাপোর্ট ও নিতে পারেন। এই সাপোর্টের আওতায় বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাকশন্স অনুযায়ী EOI সাবমিট করবো অথবা সুপারভাইজারদের ইমেইল করবো। ইমেইল করার জন্য পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।

তাছাড়াও, আমরা কানাডাতে স্টুডেন্ট ভিসার জন্য এপ্লিকেশন সাপোর্ট দিচ্ছি।

যেসব বিষয়ে আবেদন করা যাবে-

বাংলাদেশিদের জন্য নিচের ফিল্ডগুলোকে প্রাধান্য দেয়া হয়েছে।


Blue Economy:

  1. Fisheries & Aquaculture
  2. Marine Studies
  3. Seaports & Shipping

Health:

  1. Health leadership
  2. Health management
  3. International & global public health
  4. Nutrition
  5. Pharmaceutical science
  6. Public health

Development, Environment, Sustainability:

  1. Climate Change & Disaster Risk Reduction
  2. Environment Sustainability & Development
  3. Emergency & Humanitarian Response Management
  4. Water Resources Management
  5. Agriculture

Trade Industry:

  1. International Trade & Business
  2. Arts Management
  3. Financial Planning and Management
  4. Sustainable and eco-tourism

Public Policy Economics and Governance:

  1. Public Policy & management
  2. Public Finance & Economics
  3. Public Administration
  4. Power, Energy & Mineral Resources
  5. Human Rights & International Relations

Security Studies:

  1. Cyber Security
  2. Counter-terrorism and countering violent extremism
  3. Police Studies & Intelligence

Infrastructure Science and Engineering:

  1. Computer science (including Artificial Intelligence & Machine Learning) Engineering
  2. Information Technology
  3. Transport & Infrastructure

প্রয়োজনীয় ডকুমেন্টস–

  • Passport
  • Academic Certificates and Transcripts
  • IELTS/TOEFL/PTE Score
  • Supporting Statement
  • Referee Report (Masters coursework applicants: two referee reports (one academic and one professional); Masters by research applicants: three referee reports (two academic and one professional)
  • Development Impact Plan
  • Curriculum Vitae
  • Employment Letter (if employed)
  • Research proposal and evidence of communication with potential supervisor providing in-principle support for a research proposal (for applicants selecting Masters by research courses only)

Document Templates-

ডকুমেন্ট টেমপ্লেটগুলো নিচের লিংক থেকে ডাউনলোড করা যাবে।

Documents Name

Download Link

CV Template

Referee Report Template

Development Impact plan Template

Research Proposal Guideline

নির্বাচন প্রক্রিয়া-

জমাকৃত সকল অ্যাপ্লিকেশনগুলি শর্টলিস্ট করা হবে। শুধুমাত্র বাছাই করা প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। আবেদনকারীদের নিম্নলিখিত মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

  • একাডেমিক দক্ষতা
  • সম্ভাব্য ফলাফল, বিশেষত বাংলাদেশের উন্নয়নে অবদান
  • পেশাদার এবং ব্যক্তিগত নেতৃত্বের গুণাবলী

যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে-

  • Australian Catholic University
  • Aviation Australia
  • Bond University
  • Box Hill Institute TAFE
  • Bureau of Meteorology
  • Canberra Institute of Technology
  • Carnegie Mellon University
  • Central Queensland University
  • Charles Darwin University
  • Charles Sturt University
  • Chisholm Institute of TAFE
  • Curtin University of Technology
  • Deakin University
  • Edith Cowan University
  • Federation University
  • Flinders University
  • Griffith University
  • Holmesglen Institute of TAFE
  • James Cook University
  • Kangan Institute
  • La Trobe University
  • Macquarie University
  • Melbourne Polytechnic
  • Monash University
  • Murdoch University
  • Queensland University of Technology
  • RMIT University
  • Southern Cross University
  • Swinburne University of Technology
  • TAFE NSWTAFE Queensland
  • TAFE SATasmanian Polytechnic
  • The Australian National University
  • The Gordon Institute of TAFE
  • The University of Adelaide
  • The University of Melbourne
  • The University of New England
  • The University of New South Wales (including ADFA)
  • The University of Newcastle
  • The University of Queensland
  • The University of Sydney
  • The University of Western Australia
  • University College London
  • University of Canberra
  • University of South Australia
  • University of Southern Queensland
  • The University of Tasmania (including the Australian Maritime College)
  • University of Technology Sydney
  • University of the Sunshine Coast
  • University of Wollongong
  • Victoria University
  • Western Sydney University
  • William Angliss Institute of TAFE

Official Circular Link: এখানে দেখুন।

14 thoughts on “Australia Awards Scholarship”

  1. My daughter is in B.Tech(Biotechnology), going to finish. Is it possible to compete scholership in M.Tech or PhD program in same decipline? We prefer Queensland/ Victoria/Sidney/Canbera or any other reputed University.

    Reply
  2. One of My friend finished His BSC in Civil engineering. And He has a journal with his Professor Also. Is it possible to apply? He want’s to apply For Masters. Is it ok If He will submit the IELTS score after apply?

    Reply
  3. Those who have already completed his/her PhD degree and have lot of published journal papers and also have long years service experience, can they apply?

    Reply
  4. I have been working in a government corporation for three years that’s not of cadre service, judicial service or Bangladesh Bank. I have completed my graduation in Electronics and Communication engineering. Am I eligible to apply for post graduation in IT?

    Reply

Leave a Comment

error: Content is protected !!

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.