Malaysia International Scholarship
মালয়েশিয়ান সরকার কর্তৃক প্রদত্ত Malaysia International Scholarship (MIS) একটি স্বনামধন্য স্কলারশিপ। প্রতি বছর এই স্কলারশিপের আওতায় সারা বিশ্ব থেকে মেধাবী শিক্ষার্থীরা মালয়েশিয়াতে ফুল স্কলারশিপে মাস্টার্স/পিএইচডি প্রোগ্রামে লেখাপড়া করার সুযোগ পেয়ে থাকে। এই পোস্টের মাধ্যমে MIS স্কলারশিপের সুবিধাসমূহ, আবেদনের যোগ্যতা, আবেদনের নিয়মাবলী ও অন্নান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।
আবেদনের শেষতারিখ- ১৮ মে ২০২৩।
প্রোগ্রাম লেভেল- মাস্টার্স এবং পিএইচডি।
Like Our Page to Get Scholarship Notifications
যা যা পাবেন–
Reference: https://biasiswa.mohe.gov.my/mis/
আবেদনের যোগ্যতা-
মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারী:
পিএইচডি প্রোগ্রামে আবেদনকারী:
Reference: https://biasiswa.mohe.gov.my/mis/
ন্যূনতম ইংরেজি ভাষার দক্ষতা-
Reference: https://biasiswa.mohe.gov.my/mis/
অধ্যয়নের ক্ষেত্রসমূহ-
নিন্মোক্ত ক্ষেত্রসমূহ প্রাধান্য দেয়া হবে।
Reference: https://biasiswa.mohe.gov.my/mis
আবেদন করবেন যেভাবে-
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইল ও সাবজেক্ট অনুযায়ী সর্বোচ্চ ৩ টি বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দিবো এবং এই স্কলারশিপে আবেদন করে দিবো। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে প্রয়োজনীয় গাইডলাইনসহ আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করতে পারবেন।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যানরাইটিং ও রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
যেসব বিশ্ববিদ্যালয় নির্বাচর করা যাবে-
অনলাইনে আবেদনের সময় সর্বোচ্চ ৩ টি বিশ্ববিদ্যালয় নির্বাচন করা যাবে।
Reference: https://biasiswa.mohe.gov.my/mis/
প্রয়োজনীয় ডকুমেন্টস-
অনলাইনে আবেদনের সময় নিন্মলিখিত ডকুমেন্টস আপলোড করতে হবে।
Reference: https://biasiswa.mohe.gov.my/mis/
Official Circular Link: এখানে দেখুন।
Yes. I am interested in Phd programme.
Madam, thanks for your wish.
Thanks for the good advice. About I’m intereest will doing of higher education for Phd in Management degree from Australia. Pls by schollership taking purposed help to me from your side.
Best of luck.
Md. Zakir Hossain
Cell : +8801718383878
sz*****@gm***.com
Sir, thanks for your wish. One of our team members will contact you soon.
i am interested.
Thanks for your interest. Please email your CV to pi*****@gm***.com to have a free assessment.
Yes. I m interested in PHD programme.
Thanks for your interest madam. Please email your CV, Academic Certificates and Transcripts, IELTS Certificate to pi*****@gm***.com.
Assalamualaikum. Who is responsible for evaluating MIS scholarship?
Walaikumusslam. MIS Authority.