Pikdigg

The Schwarzman Scholars

চীন এবং বহির্বিশ্বের সাথে সেতু হিসেবে কাজ করার জন্য তরুণ নেতাদের প্রস্তুত করার জন্য প্রতি বছর The Schwarzman Scholars আন্তর্জার্তিক শিক্ষার্থীদের প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা চীনের স্বনামধন্য Tsinghua University তে গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ে এক বছরের মাস্টার্স ডিগ্রী করার সুযোগ পায়। ১৯১১ সালে প্রতিষ্ঠিত হওয়া এই বিশ্ববিদ্যালয়টি  চীনের বেইজিংয়ে অবস্থিত এবং QS World University Ranking অনুযায়ী বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৬ তম।

এই স্কলারশিপের জন্য বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। একডেমিক ফলাফলের পাশাপাশি নেতৃত্ব, এন্ট্রাপ্রেনারিয়াল গুণাবলি, অন্যান্য কালচার সম্পর্কে ধারণা,মনোভাব ইত্যাদি বিষয় বিবেচনা করে এই স্কলারশিপটি শিক্ষার্থীদের প্রদান করা হয়ে থাকে।

আবেদনের শেষ তারিখ ২২শে সেপ্টেম্বর, ২০২০

কোর্স লেভেল মাস্টার্স ডিগ্রী।

যা যা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফী।
  • রুম এবং বোর্ড।
  • প্রোগ্রামের শুরুতে বাংলাদেশ থেকে বেইজিংয়ে যাবার জন্য যাতায়াত খরচ।
  • প্রোগ্রামের শেষে বেইজিং থেকে বাংলাদেশে আসার জন্য যাতায়াত খরচ।
  • দেশের অভ্যন্তরে একটি শিক্ষা সফর।
  • প্রয়োজনীয় কোর্স বই।
  • স্বাস্থ্য বীমা।
  • ব্যক্তিগত খরচের জন্য ৪০০০ ডলারের এককালীন স্টাইপেন্ড।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে। তবে, যাদের আন্ডারগ্র্যাড প্রোগ্রাম এখনো শেষ হয়নি, কিন্তু ১ আগস্ট, ২০২০ এর মধ্যে শেষ হবে তারাও আবেদন করতে পারবে।
  • ১ আগস্ট, ২০২০ এর মধ্যে বয়স কমপক্ষে ১৮ এবং সর্বোচ্চ ২৯ হতে হবে।
  • বিবাহিত এবং অবিবাহিত সবাই আবেদন করতে পারবে। বিবাহিত আবেদনকারীর সাথে স্বামী বা স্ত্রী চীনে থাকতে পারে কিন্তু এক্ষেত্রে কোন বাড়তি খরচ প্রদান করা হবে না।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • IELTS (Academic): মিনিমাম স্কোর ৭। তবে, আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ইংরেজি মাধ্যমে লেখাপড়া করে থাকলে, কিছুটা কমানো হবে। তাছাড়াও, ২ বছর বা তার অধিক সময় ইংরেজি মাধ্যমে মাস্টার্স শেষ করে থাকলেও স্কোর কমানো হবে।
  • TOEFL (iBT): মিনিমাম স্কোর ১০০।

আবেদন করবেন যেভাবে

  • এই লিংক থেকে অনলাইনে আবেদন শেষ করতে হবে এবং আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট করে দিবো বা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts/Academic Records
  • Resume (2 page maximum)
  • 3 Letters of Reference (submitted by the referees directly to the online application portal)
  • Leadership Essays (Up to 750 words)
  • Statement of Purpose (Up to 500 words)
  • Short Answers (100 words)
  • Video (optional)

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

Facebook Comments

Leave a Comment

error: Content is protected !!

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.