Pikdigg

কানাডা ভিসা এপ্লিকেশন করতে কত টাকা দেখাতে হবে?

আস্সালামু আলাইকুম।

আমি মনির। বর্তমানে কানাডার Memorial University of Newfoundland এ মাস্টার'স করছি। কানাডাতে Student Visa/Study Permit এ আবেদন করতে মিনিমাম কত টাকা দেখতে হবে এই বিষয়ে আজ আলোচনা করবো।

ভিসা আবেদনের ক্ষেত্রে "Financial Planning" খুবই গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য পেতে আমাদের IRCC এর ওয়েবসাইট এবং Singapore Visa Office এর ইন্সট্রাকশন্স অনুসরণ করতে হবে।

IRCC Website: https://www.canada.ca/study-permit

Singapore Visa Office Instructions: https://www.cic.gc.ca/english/pdf/

Follow Our Page To Get Nest Updates

কত বছর খরচের জন্য টাকা দেখাতে হবে?

IRCC/Singapore Visa Office Instructions এর কোথাও বলা নেই যে ১/২/৩/৪ বছর অথবা এক্সটাক্টলি কত বছরের জন্য টাকা দেখতে হবে। শুধু বলা আছে কানাডাতে প্রতি বছর মিনিমাম কত টাকা দেখতে হবে।


আমার মতে ১ বছরের জন্য টোটাল খরচ ভালোভাবে দেখতে পারলেই এনাফ। আমি নিজে ১ বছরের জন্য টাকা দেখিয়েছি এবং আমাদের Pikdigg এর সকল ক্লায়েন্টদের জন্য ও ১ বছরের জন্য টাকা দেখিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি এখন কানাডাতে আছি এবং আমাদের অনেক ক্লায়েন্ট ও কানাডাতে আছেন। তাই, কানাডাতে ১ বছরের জন্য আপনার প্রোগ্রাম কস্ট + লিভিং এক্সপেন্স দেখাতে হবে। এইটা হলো মিনমিয়াম রিকোয়ারমেন্ট অর্থাৎ মিনিমাম এই টাকা আপনাকে দেখাতেই হবে।


তাই, আমার সাজেশন থাকবে, কমপক্ষে ১ বছরের টোটাল প্রোগ্রাম কস্ট + ১ বছরের লিভিং এক্সপেন্স + এক্সট্রা  ১০০০০ কানাডিয়ান ডলার দেখানো।

কত টাকা দেখাতে হবে?

আপনি যদি ১ বছরের জন্য খরচ দেখাতে চান, ১ বছরের টোটাল প্রোগ্রাম কস্ট + ১ বছরের লিভিং এক্সপেন্স + এক্সট্রা ১০০০০ কানাডিয়ান ডলার দেখাবেন।


প্রোগ্রাম কস্ট কত এইটা কোথায় খুঁজে পাবেন?


আপনার Letter of Acceptance অথবা University Website এ খুঁজে পাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে Letter of Acceptance এ টিউশন ফী এর পরিমান বলা থাকে, টোটাল প্রোগ্রাম কস্ট এর কথা বলা থাকেনা। তাই, যদি Letter of Acceptance এ বলা না থাকে, ইউনিভার্সিটি এর ওয়েবসাইট থেকে টোটাল প্রোগ্রাম কস্ট দেখে নিবেন। প্রোগ্রাম কস্ট বলতে Tuition Fees+ Continuance Fees + Recreation Fee + Campus Renewal Fee + Dental Coverage + Books and Stationery Supplies + Others কে বোঝায়। 


লিভিং এক্সপেন্স কত এইটা কোথায় খুঁজে পাবেন?


IRCC এর ওয়েবসাইট অনুযায়ী, আপনার বিশ্ববিদ্যালয়/কলেজ যদি Quebec Province এর বাহিরে অবস্থিত হয়, তাহলে Applicant (Student) এর জন্য কমপক্ষে ১০,০০০ কানাডিয়ান ডলার দেখাতে হবে। Applicant যদি First Family Member (Spouse/Child/Others) এর জন্য আবেদন করে, তাহলে আরও কমপক্ষে ৪০০০ কানাডিয়ান ডলার এবং Second/Third/Fourth Family Member (Spouse/Child/Others) এর জন্য কমপক্ষে আরও ৩,০০০ কানাডিয়ান ডলার করে দেখাতে হবে।


আপনার বিশ্ববিদ্যালয়/কলেজ যদি Quebec Province এর মধ্যে অবস্থিত হয়, তাহলে Applicant (Student) এর জন্য কমপক্ষে ১৩,১৩৪ কানাডিয়ান ডলার দেখাতে হবে। Applicant + First Family Member (Spouse/Child/Others) এর জন্য টোটাল কমপক্ষে ১৯,২৬৪ কানাডিয়ান ডলার এবং Applicant + First Family Member + Second Family Member (Spouse/Child/Others) এর জন্য টোটাল কমপক্ষে ২১,৫৭৯ কানাডিয়ান ডলার করে দেখাতে হবে।


কিন্তু, আমার সাজেশন থাকবে লিভিং এক্সপেন্সটা ইউনিভার্সিটি এর ওয়েবসাইট অনুযায়ী দেখানো। কারণ, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিভার্সিটি এর ওয়েবসাইট অনুযায়ী লিভিং এক্সপেন্স  IRCC Website থেকে আরও বেশি হয়ে থাকে। আমি নিজেও ইউনিভার্সিটি এর ওয়েবসাইট এ দেয়া লিভিং এক্সপেন্স দেখিয়েছি।


একটা উদাহরণ দেয়া যাক।


মনে করি, Mr. X কানাডার Y University থেকে মাস্টার'স প্রোগ্রাম এর জন্য Letter of Acceptance পেয়েছে এবং তার প্রথম বছরের টিউশন ফিস ১৫,০০০ কানাডিয়ান ডলার এবং টোটাল প্রোগ্রাম কস্ট ১৭,০০০ কানাডিয়ান ডলার। এই ইউনিভার্সিটি এর ওয়েবসাইট অনুযায়ী, প্রতি বছরের লিভিং এক্সপেন্স ১২,০০০ কানাডিয়ান ডলার।


Mr. X যদি ১ বছরের খরচ দেখায়, তাহলে কমপক্ষে প্রোগ্রাম কস্ট (১৭০০০ কানাডিয়ান ডলার) + লিভিং এক্সপেন্স (১২০০০ কানাডিয়ান ডলার) + এক্সট্রা ১০০০০ কানাডিয়ান ডলার = কমপক্ষে ৩৯০০০ কানাডিয়ান ডলার দেখাবে।

কত মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন?

IRCC এর ওয়েবসাইট অনুযায়ী Last 4 Months এর ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে। কিন্তু, Singapore Visa Office Instructions অনুযায়ী কমপক্ষে Last 6 Months এর ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে। আমার সাজেশন থাকবে Singapore Visa Office Instructions অনুযায়ী ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো অর্থাৎ কমপক্ষে বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো।

আজ তাহলে এই পর্যন্তই। কানাডা ভিসা নিয়ে দ্রুতই নেক্সট পোস্ট দিব, ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো Questions থাকে বা পরবর্তীতে কি বিষয়ে পোস্ট দেখতে চাচ্ছেন, Comment এ জানালে কৃতজ্ঞ থাকবো।

About the Author

This is Monir; studying Master's program at Memorial University of Newfoundland, Canada and completed B.Sc. in Civil Engineering from Rajshahi University of Engineering and Technology (RUET).

Our organization Pikdigg and I, love to help students pursue their dream of higher studies. I'm delighted to be a team member of such a creative team.

Facebook Comments

6 thoughts on “<strong>কানাডা ভিসা এপ্লিকেশন করতে কত টাকা দেখাতে হবে?</strong>”

  1. মনির, শুভকামনা।
    আমার মেয়ে M.Sc Biochemistry and molecular biology Jahangirnagar University. সে Medical Laboratory scientist হিসেবে কর্মরত আছে। সে কানাডার MNU তে উক্ত বিষয়ের উপরে second masters করতে চায়। Course duration, course fee, living costs সহ মোট কত টাকা খরচ হবে? জানালে উপকৃত হব। ধন্যবাদ

    Reply

Leave a Comment

error: Content is protected !!

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.