...

Pikdigg

IELTS Speaking এ ৭+ পাবার ট্রিকস

ইন্টারভিউ বা ভাইভার কথা শুনলেই আমাদের হাত-পা ঘামতে শুরু করে সেখানে যদি হয় ইংরেজীতে তাহলে অবস্থা কি হতে পারে ভেবে নিন। কিন্তু তাই বলে কি থেমে যাবেন? IELTS পরীক্ষা দেয়াই বাদ দিবেন? কখনোই না, আপনি চাইলেই অনুশীলনের মাধ্যমে খুব সহজেই যে কোন বিষয়ে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। তাহলে IELTS স্পিকিং এ গিয়ে আপনাকে আর উম.. অ্যা..অ্যা.. করতে হবে না। চলুন জেনে নেই IELTS স্পিকিং এর অ আ ক খ….

Like our page to get post notification

Academic VS General Training IELTS Speaking–

IELTS স্পিকিং মডিউলে একাডেমিক এবং জেনারেল ট্রেইনিং- এ একই ধরনের প্রশ্ন করা হয়। সুতরাং এই লেখাটি দুই ধরনের পরীক্ষার্থীদের জন্যই প্রয়োজনীয়।

  • পেপার-বেসড পরীক্ষায় স্পিকিং টেস্ট লিসেনিং, রিডিং, রাইটিং এর আগে বা পরে হয়, ঐ একই দিনে হয় না।
  • কম্পিউটার বেসড পরীক্ষার স্পিকিং টেস্ট লিসেনিং, রিডিং, রাইটিং এর সাথে একই দিনে হবে এবং পেপার-বেসড স্পিকিং এর মতো ফেস-টু-ফেস স্পিকিং এক্সাম হবে। অর্থাৎ স্পিকিং টেস্ট-এ কম্পিউটার আর পেপার-বেসড পরীক্ষায় কোন পার্থক্য নেই।
  • IELTS স্পিকিং টেস্ট রেকর্ড করা হবে। একজন সার্টিফাইড পরীক্ষক আপনার পরীক্ষা নিবেন।
  • আপনি প্রতিদিনের বিভিন্ন টপিকে ইংরেজীতে কথা বলতে পারেন কি না, আপনার ভোকাবুলারি সমৃদ্ধ কি না, কোন বিষয়ে যুক্তি দেন কিভাবে, কথাগুলো কি মুখস্থ করা নাকি স্বাভাবিকভাবেই বলছেন এসব বিষয় যাচাই করা হবে।

HIGHER EDUCATION COURSES


IELTS Speaking টেস্ট ফরম্যাট–

পার্ট -পরিচয় পর্ব

পার্ট - কিউ কার্ড

  • সময় – (৩-৪) মিনিট
  • পার্ট ২ তে আপনাকে একটি নির্দিষ্ট টপিকে (১-২) মিনিট টানা কথা বলতে হবে। কথা বলার আগে ১ মিনিট সময় দেয়া হবে আপনাকে ভাবার জন্য বা নোট নেয়ার জন্য।  
  • আপনাকে একটি কার্ড দেয়া হবে যেখানে (৩-৪) টি প্রশ্ন দেয়া থাকবে, আর একটি কাগজ ও পেন্সিল দেয়া হবে নোট নেয়ার জন্য।  
  • কিউ কার্ডের টপিক হতে পারে আপনার সাধারনত ৫ ধরনের- মানুষ ( পরিবারের সদস্য, প্রিয় বন্ধু, অনুসরনীয় ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব ইত্যাদি), স্থান (প্রিয় ভ্রমনের স্থান, আপনার শহর, স্মৃতি বিজড়িত স্থান, দেশ ইত্যাদি), ঘটনা ( আনন্দের দিন, বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের পার্টি, বন্ধুদের সাথে কাটানো সময় ইত্যাদি), কাজ ( অবসরে কি করেন, ছুটির দিনে কি করেন ইত্যাদি), জিনিসপত্র ( প্রিয় বই, জন্মদিনের উপহার ইত্যাদি)। 
  • পার্ট ২ কিউ কার্ড উদাহরন-  https://www.ielts.org/-/media/pdfs/115047_speaking_sample_task_-_part_2.ashx?la=enকিউ
  • কার্ড সাম্পল উত্তরের অডিও- https://ielts.magoosh.com/ielts-ebook?utm_source=ieltsblog&utm_medium=blog&utm_campaign=popular&utm_term=endofpost&utm_content=ebookq417&_ga=2.262495372.1230431896.1612989779-1422888001.1612989779
  • কিউ কার্ড সাম্পল উত্তর- https://www.ielts.org/-/media/pdfs/115051_speaking_sample_task_-_part_2_transcript.ashx?la=en

পার্ট - আলোচনা  

পার্ট-,, তে কিভাবে উত্তর করবেনবিশেষ টিপস

  • পার্ট ১- এর প্রশ্নগুলোর উত্তর সাধারনত এক বাক্যেই শেষ করা যায়, কিন্তু আপনি উত্তরগুলোকে বড় করতে চেষ্টা করবেন যতক্ষন না পরীক্ষক পরবর্তী প্রশ্নে যান। কিন্তু মনে রাখবেন প্রশ্নের সাথে অসামঞ্জস্যপূর্ণ কথা বলা যাবে না।
  • পরীক্ষকের প্রশ্ন প্যরাফ্রেস করে উত্তর দিন, এক্ষেত্রে আপনি সিনোনিম ব্যবহার করতে পারেন বা বাক্যের গঠন পরিবর্তন করে উত্তর বলুন।
  • পার্ট ২ তে যে প্রশ্নগুলো দেয়া থাকবে সেগুলো কোনক্রমেই মিস করবেন না। নোট নেয়ার সময় শুধু পয়েন্ট লিখুন, বিস্তারিত লেখার সময় পাবেন না।
  • স্পিকিং টেস্ট -এ কোন সঠিক উত্তর বা ভুল উত্তরের ব্যাপার নাই, আপনার মতো করে আপনি বলে যাবেন, থেমে যাবেন না।
  • আপনার কথাগুলোর পক্ষে যুক্তি বা উদাহরন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করুন, কখনোই কোন নেতিবাচক ধারনা বা রাজনৈতিক উদাহরন দিতে যাবেন না।

IELTS স্পিকিং ব্যন্ড স্কোকের ভিত্তি কি কি ?

  • Fluency and coherence: আপনি কতটা দ্রুত এবং প্রাসঙ্গিক উত্তর দিচ্ছেন, কথা বলতে গিয়ে আপনাকে কি অনেকক্ষণ ভাবতে হচ্ছে কি না তা দেখা হয়। 
  • Lexical resources: কোন ধরনের বাক্যে কোন শব্দটি ব্যবহার করলে আপনার বক্তব্য আরো বেশি শ্রুতিমধুর হবে, আপনি কি কমন শব্দ ব্যবহার করে উত্তর দিচ্ছেন নাকি আপনার শব্দ ভান্ডার বেশ সমৃদ্ধ এসব বিষয় যাচাই করা হবে। 
  • Grammatical range and accuracy: আপনি কি একই ধরনের বাক্য দিয়ে সব প্রশ্নের উত্তর করছেন নাকি আপনার বক্তব্যে গ্রামারের বিভিন্নতা দেখা যায়, আপনি কি টেন্সের সঠিক প্রয়োগ করতে পারছেন কি না ইত্যাদি বিষয় পরীক্ষা করা হয়। 
  • Pronunciation: আপনার কথাগুলো পরীক্ষক বুঝতে পারছেন কি না অর্থাৎ আপনার উচ্চারণ সঠিক হচ্ছে কি না তা দেখা হয়। 

কি কি বই কিনবেন IELTS স্পিকিং এর জন্য ?

  • ঘরে বসে Spoken English -মুনজেরিন শহীদ
  • makkar IELTS Speaking Guesswork
  • KHAN’S CUE CARD IELTS Speaking Module

IELTS স্পিকিং পরীক্ষায় ভালো করার টেকনিকসমূহ-

  • রুমে প্রবেশ করে পরীক্ষককে অভিবাদন জানান। যেমন- সকালে পরীক্ষা হলে বলুন- “Hello sir, Good morning”.
  • সোজা হয়ে বসুন, মেরুদন্ড বাকা করে বসলে আপনাকে দেখতে যথেস্ট কনফিডেন্ট মনে হবে না।
    পা মেঝেতে স্পর্শ করে বসলে আপনি সাহস পাবেন বেশি, আমি কিন্তু জুতা খুলতে বলি নি, জুতাসহ
  • মেঝেতে স্পর্শ করে বসুন, পা উচু করে বা চেয়ারের সাথে লাগিয়ে বসবেন না।
  • প্রথমে পরীক্ষকের প্রশ্ন মন দিয়ে শুনুন, বুঝুন তারপর উত্তর দিন।
  • পরীক্ষকের চোখের দিকে তাকিয়ে কথা বলুন, অন্যদিকে তাকানো মানে আপনি নার্ভাস। কথাগুলো বলবেন
  • স্বাভাবিক গতিতে খুব বেশি ধীরেও না আবার খুব দ্রুতগতিতেও না।
  • কথা বলার সময় যথাযথ অভিব্যক্তি (এক্সপ্রেশন) দেখান। যেমন ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে কাটানো মজার ঘটনা কি মুখ ভোতা করে বলবেন?
  • পরীক্ষক আপনাকে না থামালে বলতেই থাকুন, থেমে যাবেন না, কিন্তু আপনাকে অবশ্যই প্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে হবে। অপ্রাসঙ্গিক কথা বললে ব্যন্ড স্কোর কমে যাবে।
  • কোন প্রশ্ন না বুঝলে পরীক্ষককে রিপিট (পার্ট ১) বা প্যারাফ্রেজ (পার্ট ৩) করতে বলতে পারেন।
  • উত্তর করার সময় অবশ্যই কোন কালের (বর্তমান, অতীত নাকি ভবিষ্যত) প্রশ্ন সেই অনুযায়ী উত্তর করবেন। যেমন- আপনাকে বলা হল ছোট বেলায় আপনি কি ধরনের বই পড়তেন? এই প্রশ্নের উত্তর অবশ্যই অতীত কালে দিতে হবে।
  • কথা বলার সময় কানেক্টরস এবং ফিলারস (well, basically, let me think, however, on the other hand etc.) ব্যবহার করুন।
  • পরীক্ষকের ব্যবহৃত শব্দ ব্যবহার না করে সিনোনিম ব্যবহার করুন, আপনার ব্যবহৃত শব্দগুলোও রিপিট না করার চেষ্টা করুন।
  • পরীক্ষা শেষে পরীক্ষক কে বলে আসতে পারেন- I really enjoyed to be interviewed by you, sir. Have a good day!

কিভাবে বাসায় বসে IELTS স্পিকিং অনুশীলন করবেন

  • প্রথমেই যেটি করবেন আপনার ভোকাবুলারিগুলো একটু ঝালাই করে নিবেন। অনেকেই বলে আমি অনেক শব্দের অর্থ জানি কিন্তু সেগুলো মনে রাখতে পারি না স্পিকিং এর সময়। আপনাকে ঐ শব্দগুলো ব্যবহার করতে হবে নিয়মিত তাহলেই দেখবেন আর ভুলে যাবেন না।
  • প্রতিদিন চেষ্টা করুন একটি নির্দিষ্ট টপিকে কথা বলতে, কথাগুলো বলবেন ক্যামেরার সামনে, পরবর্তীতে সেটার রিভিউ দেখুন, ১০ দিন পর আপনি নিজেই পার্থক্য ধরতে পারবেন ১ম দিনের সাথে।
  • আপনার যদি কোন বন্ধু থাকে যে আপনার থেকে ভালো ইংরেজি পারে তার সাথে কথা বলে অনুশীলন করতে পারেন সে আপনাকে ভুলগুলো ধরিয়ে দিতে পারবে। যদি সেরকম বন্ধু না থাকে তাহলে আপনি ফেসবুকের বিভিন্ন পেজ থেকে স্পিকিং পার্টনার বেছে নিতে পারেন বা অনলাইনে কিছু ফ্রি ওয়েবসাইট আছে স্পিকিং অনুশীলনের জন্য সেখানেও অনুশীলন করতে পারেন।
  • উচ্চারন ঠিক করার জন্য আপনি প্রতিদিন যেকোন একটি আর্টিকেল জোরে শব্দ করে পড়ুন, আড়ষ্টতা কেটে যাবে। কোন নতুন শব্দ পেলে বা কোন শব্দের উচ্চারন নিয়ে কনফিউসড হলে গুগল থেকে উচ্চারন শুনে নিন।
  • আপনি যেহেতু জানবেন না যে কি টপিকে আপনার স্পিকিং টেস্ট এ প্রশ্ন আসবে তাই চেষ্টা করবেন, গল্প বানানোর, আপনি সত্য কথা বলছেন নাকি বানিয়ে কিছু বলছেন সে বিষয়ে পরীক্ষক দেখতে যাবেন না, তিনি দেখবেন আপনি কতটা স্বতস্ফুর্তভাবে উত্তর দিতে পারছেন।
  • সবশেষে বলব, যে-কোন ইন্টারভিউ এর জন্য সবথেকে বড় ভূমিকা পালন করে আপনার “আত্মবিশ্বাস”। প্রতিদিন ৫ মিনিট চোখ বন্ধ করে ভাবুন আপনি স্পিকিং টেস্ট দিচ্ছেন এবং খুব সাবলীল ভঙ্গিতে কথা বলছেন, আপনার কোন জড়তা নেই বা কথা বলার সময় থেমে যাচ্ছেন না। 

IELTS সম্পর্কিত অন্নান্য পোস্টস-

1. An Overview of IELTS

2. Tips to Get 7+ in IELTS Listening

3. Tips to Get 7+ in IELTS Reading

4. Tips to Get 7+ in IELTS Writing

5. Tips to Get 7+ in IELTS Speaking

Studies MA in Justice Studies at University of New Humpshire, USA

Hello, my name is Mahmuda Akter. I always prefer to describe myself by 3A- Ambivert, Affable as well as Ambitious. Social research, creative writing, and yoga are the three areas where I have an ineffable propensity. Like a bird, I fly in the sky of my dreams to make constructive change in the world.

Leave a Comment

error: Content is protected !!

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.