Transilvania Academica Scholarship
রোমানিয়ার ব্রাসভে অবস্থিত ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটি অফ ব্রাসভ একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির বর্তমান QS World World University ও Times Higher Education Ranking ১২০১+। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জার্তিক মেধাবী শিক্ষার্থীদের Transilvania Academica Scholarship প্রদান করে থাকে। যদিও এই স্কলারশিপটি ব্যাচেলর, মাস্টার্স, এবং পিএচডি প্রোগ্রামে দেয়া হয়, আমরা শুধু মাস্টার্স প্রোগ্রামের জন্য বিস্তারিত আলোচনা করবো।
আবেদনের শেষ সময়– ২৮ এপ্রিল ২০২২।
কোর্স লেভেল– মাস্টার্স ডিগ্রী।
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
যেসব বিষয়ে আবেদন করতে পারবেন–
আবেদন করবেন যেভাবে–
এই লিংক থেকে অনলাইনে আবেদন করতে হবে। আর, আবেদন করার সময় নিচের ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে।
বি দ্রঃ এই ডকুমেন্টস গুলোর উপর ভিত্তি করেই স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে।
আমাদের সার্ভিস
আমরা এই স্কলারশিপের আবেদন করার জন্য এপ্লিকেশন সাপোর্ট দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে এলিজিবলে প্রোগ্রাম নির্বাচন করে দিবো যেখানে এডমিশন ও স্কলারশিপ পাবার সম্ভাবনা বেশি থাকবে, এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিবো। আমাদের ফুল এপ্লিকেশন সাপোর্ট চার্জ ৫০০০ টাকা।
Like our page to get scholarship notification
Timetable | Activities |
---|---|
15.02.2022 – 28.04.2022 | Application for master's program |
02.05.2022 – 26.05.2022 | Evaluation of application files |
27.05.2022 – 30.05.2022 | Approval of the list of selected candidates |
31.05.2022 | Announcing selected candidates via e-mail |
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।
সাধারণ প্রশ্ন ও উত্তর–
এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মাধ্যম কি ইংলিশ হবে?
হ্যা।
আমার নেই। আমি কি আবেদন করতে পারবো?
জি, করতে পারবেন যদি মিডিয়াম অফ ইন্সট্রাকশন ইংলিশ হিসেবে ৪ বছর লেখাপড়া করার প্রমান দেখাতে পারেন।
বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?
না।
আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?
হ্যা, পারবেন।