Pikdigg

Singapore International Graduate Award

Singapore International Graduate Award (SINGA) বিশ্বব্যাপী পরিচিত একটি স্কলারশিপ যার আওতায় আন্তর্জার্তিক শিক্ষার্থীরা টিউশন ফী ছাড়াই এবং স্কলারশিপসহ সিঙ্গাপুরে পিএইচডি প্রোগ্রামে লেখাপড়া করার সুযোগ পায়। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

প্রতি বছর জানুয়ারি এবং আগস্ট ইনটেক এর জন্য এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হয়। বর্তমানে আগস্ট ইনটেক এর জন্য আবেদন করা যাবে। কোন আবেদন ফী ছাড়াই অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

আবেদনের সময়সীমা-  

জানুয়ারি ইনটেক এর জন্য: ২ ডিসেম্বর - ১ জুন।

আগস্ট ইনটেক এর জন্য: ২ জুন - ১ ডিসেম্বর।

প্রোগ্রাম লেভেল– Ph.D./Doctorate Degree

যেসব কোর্স আবেদন করা যাবে-

  • Biomedical Sciences
  • Physical Science and Engineering

যা যা পাবেন-

  • সম্পূর্ণ টিউশন ফী ।
  • মাসিক ২,০০০ সিঙ্গাপুরীয়ান ডলার বা ১,২২,৫০০ টাকার বৃত্তি।
  • তবে, Qualifying Examinations পাস করলে, মাসিক বৃত্তি ২,৫০০ সিঙ্গাপুরীয়ান ডলারে বা ১,৫৩,০০০ টাকা হবে।
  • বিমান ভাড়া বাবদ এককালীন ১,৫০০ সিঙ্গাপুরীয়ান ডলার বা ৯২,০০০ টাকা।
  • এককালীন নিষ্পত্তি ভাতা বাবদ ১,০০০ সিঙ্গাপুরীয়ান ডলার বা ৬১,০০০ টাকা।

আবেদনের যোগ্যতা

  • ন্যূনতম ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে।
  • গবেষণা করার আগ্রহ থাকতে হবে।
  • ভাল একাডেমিক রেজাল্ট থাকতে হবে।
  • ইংরেজিতে কথা বলার ও লিখার ভাল দক্ষতা থাকতে হবে।
  • একাডেমিক রেফারীদের কাছ থেকে ভাল থাকতে হবে।
  • যারা পূর্বে সিঙ্গাপুরে লেখা-পড়া করেছে তারা এই স্কলারশপের জন্য আবেদন করতে পারবে না।

ন্যূনতম ইংরেজি ভাষার দক্ষতা-

স্কলারশিপে আবেদন করার জন্য IELTS/TOEFL/GRE থাকলে ভাল কিন্তু না থাকলেও আবেদন করা যাবে। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের এডমিশন এর জন্য IELTS/TOEFL/GRE Results লাগতে পারে। তাই, বিশ্ববিদ্যালয় নির্বাচন করার আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের Standardized Test Scores Requirement দেখে নিতে হবে।

আবেদন করবেন যেভাবে-

এই লিংক থেকে অনলাইনে আবেদন শেষ করতে হবে।


বিঃদ্রঃ এডমিশন এর জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করার কোন দরকার নেই। যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এডমিশন এর জন্য আবেদন করতে বলে, তাহলে এডমিশন এর জন্য আবেদন করতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার এপ্লিকেশনটি কমপ্লিট করে দিবো অথবা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

প্রয়োজনীয় ডকুমেন্টস-

Mandatory Document Lists:

  • PhD Research Proposal
  • Career Aspirations (Maximum 3000 Words) 
  • Passport
  • A recent passport size photograph
  • Bachelor’s Academic Transcripts
  • Bachelor’s Degree Certificate
  • 2 Recommendation Reports
  • Master’s Academic Certificates (If Have)
  • Master’s Degree Certificate (If Have)

Optional Documents:


GRE / IELTS / TOEFL / SAT I & II / GATE Results

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

সিঙ্গাপুরে আরও স্কলারশিপ-

1. NUS Research Scholarship, National University of Singapore

Facebook Comments

1 thought on “Singapore International Graduate Award (SINGA)”

Leave a Comment

error: Content is protected !!

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.