Dean's International Excellence Scholarship
যুক্তরাজ্য পৃথিবীর ১০ টি সেরা উন্নত রাষ্ট্রের মধ্যে একটি। যুক্তরাজ্যের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্রতি বছর বিদেশী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে। এইরকম একটি জনপ্রিয় স্কলারশিপ হলো Dean’s International Excellence Scholarship যা University of Leeds এর বিজনেস স্কুল আন্তর্জার্তিক শিক্ষার্থীদের দিয়ে থাকে। বিভিন্ন দেশের মধ্য থেকে মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশীপের আওতায় বিনা খরচে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে।
আবেদনের শেষ তারিখ- ৩০ এপ্রিল, ২০২০
কোর্স লেভেল- এক বছরের মাস্টার্স ডিগ্রী
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
University Admission এর জন্য-
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা-
প্রোগ্রামসমূহ-
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট করে দিবো অথবা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়াও আমরা রিসার্চ প্রপোজাল, এসওপি, সিভি লিখন ও রিভিউ সেবা দিয়ে থাকি।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
এডমিশনের জন্য আপনার নিচের ডকুমেন্টস লাগবে।
তবে, প্রোগ্রামভেদে ডকুমেন্টস ভিন্ন হতে পারে। তাই আবেদন করার পূর্বে অবশ্যই, প্রোগ্রাম ডকুমেন্টস লিস্ট চেক করে নিবেন।