Texas A & M University Doctoral Fellowships
আমেরিকার টেক্সাসে অবস্থিত Texas A & M University একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি QS World University Rankings অনুযায়ী বর্তমানে ১৬৮ তম অবস্থানে আছে। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ডিপার্টমেন্ট পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের Doctoral Fellowships/Assistantships প্রদান করে থাকে।
আবেদনের সময়সীমা– প্রোগ্রামভেদে ডেডলাইন ভিন্ন হয়ে থাকে।
প্রোগ্রাম লেভেল– পিএইচডি।
যা যা পাবেন–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
GRE রিকোয়ারমেন্ট–
Fall 2022 এবং Spring 2023 সেমিস্টার এর জন্য জিআরই রিকোয়ারমেন্ট Waive করা হয়েছে। তবে, একটা ভালো GRE Score অবশ্যই এডমিশন এবং স্কলারশিপ পাবার সম্ভাবনা বাড়িয়ে দিবে।
যেসব বিষয়ে আবেদন করা যাবে–
স্টেটমেন্ট অব পারপাস রাইটিং সার্ভিস
আবেদন করবেন যেভাবে–
বি দ্রঃ এই ফেলোশিপের জন্য আলাদা কোনো আবেদন নেই। শুধু এডমিশনের জন্য আবেদন করতে হবে।
আমাদের সার্ভিস
এই বিশ্ববিদ্যালয়সহ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশন এবং স্কলারশিপে আবেদন করার জন্য আমরা এপ্লিকেশন সাপোর্ট দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দিবো যেখানে এডমিশন এবং স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর, বিশ্বাবিদ্যালয়ের নিয়ম মেনে এডমিশন এবং স্কলারশিপের জন্য নির্ভুলভাবে আবেদন করে দিবো। তাছাড়া, সুপারভাইজার ম্যানেজমেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস, ও রিসার্চ প্রপোসাল লিখতে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবো। আমাদের সাপোর্ট চার্জ ৫০০০ টাকা।
তাছাড়া, আপনি আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।
তাছাড়াও, আমরা রিসার্চ প্রপোজাল, স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশনাল লেটার, সিভি রাইটিং ও রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
Like our page to get scholarship notification
আবেদন ফী–
এডমিশনের জন্য আবেদন সাবমিট করতে আবেদন ফি হিসেবে 90 USD প্রদান করতে হয়। যাদের ডুয়াল কারেন্সী কার্ড না থাকার কারণে আবেদন ফী জমা দিতে পারছেন না, আমাদের Online Payment Solution এর মাধ্যমে আবেদন ফী পরিশোধ করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
Official Circular Link: বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্নভাবে এই স্কলারশিপের বর্ণনা দিয়েছে। আমরা ৫ টা ডিপার্টমেন্টের রেফারেন্স দিলাম এখানে।
Department of Civil and Environmental Engineering
Department of Biomedical Engineering
Department of Electrical and Computer Engineering
সাধারণ প্রশ্ন ও উত্তর–
আমার ব্যাচেলর ডিগ্রী আছে কিন্তু মাস্টার্স নাই। আমি কি আবেদন করতে পারবো?
হ্যা, পারবেন। তবে, ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে।
বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কি?
না।
আমার এডুকেশনাল গ্যাপ আছে। আমি কি আবেদন করতে পারবো?
হ্যা, পারবেন।
I want to Apply here
Sure. You can apply.