Pikdigg

Turkiye Burslari Scholarship

এশিয়া ও ইউরোপ এর মাঝে অবস্থিত তুরস্ক একটি ইউরোনেসিয়ান রাষ্ট্র হিসেবে পরিচিত। প্রতি বছর তুরস্ক সরকার বিদেশী শিক্ষার্থীদের সরকারি অর্থায়নে লেখাপড়া করার সুযোগ দেয়। আর, সরকারের দেয়া সবচেয়ে বড় স্কলারশিপ হলো তুর্কি বুরস্লারি স্কলারশিপ। এই স্কলারশিপে আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা তুরস্কের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডারগ্রাজুয়েট, মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ পাবে।

আবেদনের শেষ সময় ২০ ফেব্রূয়ারি, ২০২২।

প্রোগ্রাম লেভেল আন্ডারগ্রাজুয়েট, মাস্টার্স, এবং পিএইচডি।

যা যা পাবেন

  • টিউশন ফি নেই: কোনো টিউশন ফি প্রদান করতে হবেনা। এডমিশন এর শুরু থেকে গ্রাজুয়েশন এর শেষ পর্যন্ত লেখাপড়ার সব খরচ সরকার বহন করবে।
  • মাসিক বৃত্তি: আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের জন্য ১০০০ টার্কিশ লিরা, মাস্টার্সের জন্য ১৪০০ টার্কিশ লিরা এবং পিএইচডির জন্য ১৮০০ টার্কিশ লিরা।
  • ফ্রি থাকার এবং খাবার ব্যবস্থা: এই স্কলারশিপের সবচেয়ে বড় সুবিধা হলো ডরমিটরিতে ফ্রীতে থাকার ও খাবার ব্যবস্থা। সকালের নাস্তা আর রাতের খাবার ডর্মিটরিতে ফ্রীতে খাওয়া যাবে।দুপুরের খাবার নিজের টাকায় কিনে খেতে হবে অথবা ডর্মিটরিতে রান্না করে খাওয়া যাবে।
  • হেলথ এক্সপেন্স বা স্বাস্থ্য ব্যয়: স্বাস্থ্য ব্যয়ের সমস্ত খরচ পাবলিক হেলথ ইন্সুরেন্স বহন করবে।
  • বিমান টিকেট: বুরস্লারি স্কলারশিপ নিয়ে তুরস্ক যাবার সময় এবং লেখাপড়া শেষে দেশে ফেরত আসার সময় বিমানের টিকেট খরচ সরকার বহন করবে।
  • তুর্কি ভাষা কোর্স: ফ্রীতে এক বছরের তুর্কি ভাষা কোর্সটি করা যাবে।

আবেদনের যোগ্যতা

  • আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে আবেদন করার জন্য বয়স ২১ বছরের নিচে হতে হবে।
  • মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার জন্য বয়স ৩০ বছরের নিচে হতে হবে।
  • পিএইচডি প্রোগ্রামে আবেদন করার জন্য বয়স ৩৫ বছরের নিচে হতে হবে।
  • আন্ডারগ্রাডুয়েট প্রোগ্রামে আবেদনের জন্য এইচএসসিতে কমপক্ষে ৭০% মার্কস থাকতে হবে।
  • মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য আন্ডারগ্রাডুয়েট প্রোগ্রামে কমপক্ষে ৭৫% মার্কস থাকতে হবে।
  • পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য মাস্টার্স প্রোগ্রামে কমপক্ষে ৭৫% মার্কস থাকতে হবে।
  • তবে, হেলথ সাইন্স (মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ফার্মেসী) প্রোগ্রামে আবেদনের জন্য কমপক্ষে ৯০% মার্কস লাগবে।
  • তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে আবেদন করতে পারবেন না।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

বিশ্ববিদ্যালয়ভেদে IELTS/TOEFL Score Requirement ভিন্ন হয়ে থাকে। তাই, আবেদন করার পূর্বে অবশ্যই English Proficiency Test Requirement দেখে নিতে হবে।

আবেদন করবেন যেভাবে

এই লিংক থেকে একাউন্ট ওপেন করতে হবে এবং অনলাইনে আবেদন শেষ করতে হবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে এলিজিবল প্রোগ্রাম নির্বাচন করে দিব, যেখানে স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এবং স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আবেদনের জন্য সার্ভিস চার্জ ৫০০০ টাকা

Like our page to get scholarship notification

Timetable

Activities

10 January 2022

Application Open

20 February 2022

Application Close

June-July 2022

Interview Period

Early August 2022

Announcement Result

প্রয়োজনীয় ডকুমেন্টস

আবেদন করার জন্য নিচের ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে হবে।

  • পাসপোর্ট/এনআইডি/জন্ম নিবন্ধন (জন্ম নিবন্ধন/এনআইডি দিলে, ইংরেজিতে অনুবাদ করে দিতে হবে)।
  • পাসপোর্ট সাইজের ছবি।
  • এসএসসি/দাখিল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট।
  • এইচএসসি/আলিম সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট।
  • ব্যাচেলরস সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (মাস্টার্স এবং পিএইচডি ক্যান্ডিডেটস)।
  • মাস্টার্স সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (পিএইচডি ক্যান্ডিডেটস)।
  • লেটার অফ ইনটেন্ট। 
  • রেফায়েন্স লেটার (কমপক্ষে ১ টি)।
  • একটা রিসার্চ প্রোপোজাল এবং একটা স্যাম্পল রাইটিং (পিএইচডি ক্যান্ডিডেটস)।
  • IELTS/TOEFL স্কোর (আপনি যেই বিশ্ববিদ্যালয় নির্বাচন করছেন, ঐখানে যদি লাগে)।
  • GRE, GMAT, SAT স্কোর (আপনি যেই বিশ্ববিদ্যালয় নির্বাচন করছেন, ঐখানে যদি লাগে)।

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

সাধারণ প্রশ্ন ও উত্তর

মেডিকেল সার্টিফিকেট কি লাগবে?

না।

সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট কি সত্যায়নের প্রয়োজন আছে?

না।

স্কলারশিপ পেতে কি তুর্কিশ ভাষা শিকার দরকার আছে?

না। দরকার নেই। বুরস্লারি স্কলারশিপ পেতে কোনো তুরস্ক ভাষা শিক্ষার দরকার নেই।

এশিয়া ও ইউরোপ এর মাঝে অবস্থিত তুরস্ক একটি ইউরোনেসিয়ান খ্যাত রাষ্ট্র। তুরস্কে বর্তমানে ১৮৬ টি বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ১১৯ টি আর বেসরকারি ও ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় ৬৭টি। প্রতি বছর তুরস্ক সরকার বিদেশী শিক্ষার্থীদের সরকারি অর্থায়নে লেখাপড়া করার সুযোগ দেয়। আর, সরকারের দেয়া সবচেয়ে বড় স্কলারশিপ হলো তুরস্ক বুরস্লারি স্কলারশিপ। এই স্কলারশিপ এ বাংলাদেশ থেকে প্রতি বছর ৫০-৬০ জন ছাত্র তুরস্কে পড়তে আসে। এই স্কলারশিপ নিয়ে আপনি তুরস্কের সেরা ৫০ টি বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট, পোস্টগ্রাজুয়েট বা ডক্টরাল প্রোগ্রামে পড়তে পারবেন।

আবেদনের সময়সীমা: ১০ জানুয়ারী- ২০ ফেব্রূয়ারি, ২০২০ 

বুরস্লারি স্কলারশিপ এর সুবিধা:

১। মাসিক বৃত্তি:

  • Undergraduate students: মাসিক ৭০০ টার্কিশ লিরা (TL) বা বাংলাদেশী ১০,০০০ টাকা।
  • Master’s student: মাসিক ৯৫০ টার্কিশ লিরা (TL) বা বাংলাদেশী ১৪,০০০  টাকা।
  • PhD student: ১৪০০ টার্কিশ লিরা (TL) বা বাংলাদেশী ২০,০০০ টাকা।

২। ফ্রি থাকার এবং খাবার ব্যবস্থা: এই স্কলারশিপ এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে ফ্রীতে থাকতে পারবেন। তাছাড়া সকালের নাস্তা আর রাতের খাবার আপনাকে ফ্রি দেয়া হবে।দুপুরের খাবার আপনাকে নিজের টাকায় কিনে খেতে হবে। আপনি ইচ্ছা করলে ডর্মিটরিতে নিজেই রান্না করে খেতে পারবেন।

৩। টিউশন ফি নেই: আপনাকে কোনো টিউশন ফি প্রদান করতে হবেনা। এডমিশন এর শুরু থেকে গ্রাজুয়েশন এর শেষ পর্যন্ত লেখাপড়ার সব খরচ সরকার বহন করবে।

৪।হেলথ এক্সপেন্স বা স্বাস্থ্য ব্যয়: আপনার স্বাস্থ্য ব্যয়ের সমস্ত খরচ পাবলিক হেলথ ইন্সুরেন্স বহন করবে। চিকিৎসার জন্য আপনাকে এক টাকাও পরিশোধ করতে হবেনা।

৫। বিমান টিকেট: আপনি যখন বুরস্লারি স্কলারশিপ নিয়ে তুরস্ক যাবেন আপনার বিমানের টিকেটের টাকা এই স্কলারশিপ বহন করবে। আবার, যখন লেখাপড়া শেষে দেশে ফেরত আসবেন তখনও আপনাকে বিমানের টিকেট দেয়া হবে যার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবেনা।

৬। এক বছরের তুর্কি ভাষা কোর্স: আপনি ফ্রীতে এক বছরের তুর্কি ভাষা কোর্সটি করতে পারবেন। কোর্সটি করতে বা ভর্তি হতে কত টাকা লাগবেনা।

আবেদনের যোগ্যতা:

  •  আপনাকে বাংলাদেশী নাগরিক হতে হবে।
  • আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে এডমিশনের জন্য আপনার জন্ম তারিখ ০১.০১.১৯৯৯ এর আগে হওয়া যাবেনা।
  • মাস্টার্স প্রোগ্রামে আসতে হলে আপনার জন্ম তারিখ ০১.০১.১৯৯০ এর আগে হওয়া যাবেনা।
  • পিএইচডি প্রোগ্রাম হলে জন্ম তারিখ ০১.০১.১৯৮৫ এর আগে হওয়া যাবেনা।
  •  রিসার্চ প্রোগ্রাম হলে ০১.০১.১৯৭৫ এর আগে জন্ম তারিখ হওয়া যাবেনা।
  • আবেদনকারীদের শিক্ষার ক্ষেত্রে কোনও স্বাস্থ্য সমস্যা বাধা থাকা যাবেনা।
  • আপনি যদি আবেদনের সময় তুরস্ক কোনো প্রোগ্রাম এডমিশন নিয়ে থাকেন তাহলে আপনি আবেদনের যোগ্য নন।

স্কলারশিপ আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • পাসপোর্ট/এনআইডি/জন্ম নিবন্ধন (জন্ম নিবন্ধন দিলে, ইংরেজিতে অনুবাদ করে দিতে হবে )
  • পাসপোর্ট সাইজের ছবি
  • এসএসসি/দাখিল সার্টিফিকেট  & ট্রান্সক্রিপ্ট
  • এইচএসসি /আলিম সার্টিফিকেট & ট্রান্সক্রিপ্ট
  • ব্যাচেলরস  সার্টিফিকেট  & ট্রান্সক্রিপ্ট  (মাস্টার্স & পিএইচডি ক্যান্ডিডেটস)
  • মাস্টার্স সার্টিফিকেট & ট্রান্সক্রিপ্ট (পিএইচডি ক্যান্ডিডেটস)
  • ২ টি একাডেমিক রেফায়েন্স লেটার (LOR)
  •  একটা মোটিভেশনাল লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস
  • একটা রিসার্চ প্রোপোজাল (পিএইচডি ক্যান্ডিডেটস)
  • IELTS/TOEFL স্কোর আপনি যেই বিশ্ববিদ্যালয় নির্বাচন করছেন ঐখানে যদি লাগে।
  • GRE, GMAT, SAT স্কোর আপনি যেই বিশ্ববিদ্যালয় নির্বাচন করছেন ঐখানে যদি লাগে।

বিশেষ দ্রষ্টব্যঃ 

  • সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সত্যায়নের প্রয়োজন নেই।

  • মেডিকেল সার্টিফিকেট দরকার নেই।

স্কলারশিপ পেতে কি তুর্কিশ ভাষা শিকার দরকার আছে?

না। দরকার নেই। বুরস্লারি স্কলারশিপ পেতে কোনো তুরস্ক ভাষা শিক্ষার দরকার নেই।

আবেদনের পদ্ধতি:

১। প্রথমে নিচের লিংক থেকে একাউন্ট করতে হবে।

২। একাউন্ট লগইন করে এপ্লিকেশন করতে হবে এবং ডকুমেন্টস আপলোড করতে হবে।

লিংক: https://tbbs.turkiyeburslari.gov.tr/

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট করে দিবো অথবা আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আমাদের সার্ভিস চার্জ ৪০০০ টাকা এবং গ্রাডুয়েট প্রোগ্রামের জন্য সার্ভিস চার্জ ৫০০০ টাকা।

তাছাড়াও আমরা রিসার্চ প্রপোজালএসওপিসিভি লিখন ও রিভিউ সেবা দিয়ে থাকি।

Facebook Comments

5 thoughts on “Turkey Burslari Scholarship”

  1. I was curious if you ever thought of changing the structure of your blog? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having 1 or two images. Maybe you could space it out better?

    Reply
  2. Thank you for some other excellent article. The place else may just anybody get that type of information in such an ideal method of writing? I have a presentation next week, and I’m at the search for such info.

    Reply
  3. Your mode of telling all in this paragraph is actually nice, every one be capable of without difficulty know it, Thanks a lot.

    Reply

Leave a Comment

error: Content is protected !!

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.