Pikdigg

Chinese Government Scholarship

প্রতি বছর Chinese Scholarship Council (CSC) বাংলাদেশী শিক্ষার্থীদেরকে Chinese Government Scholarship (CGS) দিয়ে আসছে। স্বনামধন্য এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর/মাস্টার্স/পিএইচডি প্রোগ্রামে লেখাপড়া করার সুযোগ পাবে। প্রতি বছরের মত এই বছর ও এই স্কলারশিপে আবেদন চলছে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদনের শেষ সময়: ১৬ জানুয়ারি ২০২২ (রবিবার বিকাল ৪ টা)।
ডকুমেন্ট জমা দেয়ার শেষ সময়: ১৭ জানুয়ারি ২০২২ (সোমবার বিকাল ৪ টা ৩০ মিনিট)।

প্রোগ্রাম লেভেল আন্ডারগ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি, জেনারেল স্কলার, এবং সিনিয়র স্কলার।

যা যা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফী। 
  • ডর্মিটরিতে ফ্রি থাকার ব্যবস্থা বা আবাসন ভাতা।
  • আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থীদের মাসিক বৃত্তি ২৫০০ ইউয়ান বা প্রায় ৩৩০০০ টাকা। 
  • মাস্টার্স বা জেনারেল স্কলার্স প্রোগ্রামে মাসিক বৃত্তি ৩০০০ ইউয়ান বা প্রায় ৪০০০০ টাকা। 
  • পিএইচডি বা সিনিয়র স্কলার্স প্রোগ্রামে মাসিক বৃত্তি ৩৫০০ ইউয়ান বা প্রায় ৪৭০০০ টাকা।
  • বাংলাদেশ থেকে চীনাতে যাবার এবং লেখাপড়া শেষে বাংলাদেশে ফায়ার আসার ফ্রি এয়ার টিকেট।। 
  • মেডিকেল ইন্সুরেন্স। 

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • অন্য কোনো স্কলারশিপ বা ফান্ডিংয়ের জন্য মনোনীত হওয়া যাবে না।
  • আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম: হাই স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং বয়স ২৫ এর নিচে হতে হবে।
  • মাস্টার্স প্রোগ্রাম: ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে এবং বয়স ৩৫ এর নিচে হতে হবে।
  • পিএইচডি প্রোগ্রাম: মাস্টার্স ডিগ্রী থাকতে হবে এবং বয়স ৪০ এর নিচে হতে হবে। 
  • জেনারেল স্কলার প্রোগ্রাম: হাই স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং বয়স ৪৫ এর নিচে হতে হবে।
  • সিনিয়র স্কলার প্রোগ্রাম: মাস্টার্স ডিগ্রী থাকতে হবে বা কমপক্ষে Associate Professor হতে হবে এবং বয়স ৫০ এর নিচে হতে হবে।

ইংরেজি/চাইনিজ ভাষার দক্ষতা

  • English Taught Programs এ English Proficiency Test (IELTS/TOEFL) Certificate বাধ্যতামূলক নয়। কিন্তু, Master's/PhD Chinese Taught Programs এ অবশ্যই Chinese Language Test (HSK) Certificate থাকতে হবে। তবে, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে English/Chines Language Certificate এর উপর অধিক গুরুত্ব দিবে।

আবেদন করবেন যেভাবে

  • প্রথম ধাপ: CSC Scholarship Portal  এই লিংক থেকে  আবেদন করতে হবে। 
  • দ্বিতীয় ধাপ: বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ে এই লিংক থেকে আবেদন করতে হবে। 
  • তৃতীয় ধাপ: উপরোক্ত ২ টি আবেদন কালার প্রিন্ট করে অনলাইনে আপলোড করা সকল ডকুমেন্টস একটি বড় খামে ভরে নিচের ঠিকানায় জমা দিতে হবে। অবশ্যই খামের উপরে Tracking Number, প্রাপক, প্রেরক ও প্রোগ্রামের নাম লিখতে হবে।

উপসচিব
বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা
কক্ষ নং: ১৭০৬, ভবন নং: ০৬, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগ 

শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে এলিজিবল প্রোগ্রাম নির্বাচন করে দিব, যেখানে স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এবং স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের এপ্লিকেশন সাপোর্ট চার্জ ৫০০০ টাকা

Like our page to get scholarship notification

প্রয়োজনীয় ডকুমেন্টস

CSC Scholarship Portal এ আবেদন করার জন্য নিচের ডকুমেন্টস লাগবে। নিচের ডকুমেন্টস কালার স্ক্যান করে আপলোড করতে হবে।

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Notarized Copy)। 
  • একাডেমিক সার্টিফিকেট (Notarized Copy)। 
  • স্টাডি প্ল্যান: আন্ডাগ্র্যাজুয়েটের ক্ষেত্রে কমপক্ষে ২০০, নন-ডিগ্রী প্রোগ্রামে কমপক্ষে ৫০০ এবং মাস্টার্সে/পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে কমপক্ষে ৮০০ শব্দের হতে হবে।
  • রেকমেন্ডেশন লেটার: মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে ২ টি রেকমেন্ডেশন লেটার Professor/Associate Professor এর কাছ থেকে নিতে হবে।
  • পাসপোর্ট: পাসপোর্টের মেয়াদ ১ মার্চ, ২০২২ এর অধিক হতে হবে। মেয়াদ না থাকলে নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করতে হবে বা অন্য দিতে হবে যেখানে ইংরেজিতে নাম, লিঙ্গ, জাতীয়তা, জন্ম তারিখ এবং অন্নান্য তথ্য থাকতে হবে।।
  • Foreigner Physical Examination Form/Medical Certificate: এই লিংক থেকে ফর্মটি ডাউনলোড করুন।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আবেদন করার সময় পুলিশ ক্লিয়ারেন্স সনদ জমা দেয়া সম্ভব না হলে উক্ত সনদের জন্য করা আবেদনের অনুলিপি জমা দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অন্যান্য সকল সনদের মূল কপির সাথে পুলিশ ক্লিয়ারেন্স এর মূল কপি ও উপস্থাপন করতে হবে।
  • Research Proposal (যদি থাকে)।
  • IELTS/TOEFL/HSK Certificate ((যদি থাকে)।
  • Photo (White Background, JPG Format & File Size>50 KB).
  • Research Papers/Articles (যদি থাকে)।

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

সাধারণ প্রশ্ন ও উত্তর

চীন যাওয়া কি ঠিক হবে?

বর্তমান বিশ্বের ১ নম্বর অর্থনীতি হোল ইউনাইটেড স্টেটস । আর তার পরেই আছে চীন! ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যেই বিশ্ব অর্থনীতির মূলশক্তিগুলো হবে পূর্ব দিকের দেশগুলো। আর তার নেতৃত্ব দিবে চীন।

তুলনামূলক সল্প খরচে বিশ্বমানের এডুকেশন স্ট্যান্ডার্ডে পড়াশুনা করার সুযোগ । এশিয়ানদের জন্য তুলনা মূলক স্কলারশিপ পাওয়া সহজ। কম ব্যয়ে বসবাসের সুযোগ । কোর্স শেষে রয়েছে বিশ্ব সেরা কোম্পানিগুলোয় ইন্টার্শিপ এবং চাকুরির সুবিধা।

 তবে পড়াশুনা চলাকালীন সময়ে কোন ধরনের চাকুরির সুযোগ নেই । তবে ক্যাম্পাসের ভেতর ভার্সিটির অনুমতি সাপেক্ষে কাজ করা যায় । সেটা হাত খরচের জন্য যথেষ্ট তবে কখনো টিউশন ফি, ডর্মেটরি ফি এর জন্য যথেষ্ট নয়। অনেকে স্থানীয় স্কুল গুলোয় ফরেন ইংলিশ টিচার হিসেবে শিক্ষকতা করেন।

চীনা ভাষা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। কিন্তু এটা মোটেও চিন্তার কোন ব্যাপার নয়। বিশ্ববিদ্যালয়গুলোতে সবাই ইংরেজিতেই কথা বলেন। বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমেই ক্লাস হয়। তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলো নিয়মিত ক্লাসের পাশাপাশি ফ্রি চায়না ভাষার ক্লাসও অফার করে। ভালোভাবে পড়াশুনা করলে ছয় মাসেই চীনা ভাষা শেখা সম্ভব।

সব থেকে বড় কথা হচ্ছে, ইউরোপিয়ান দেশ গুলোর মত ভিসা পাওয়া কঠিন নয় বরং অনেক সহজেই চাইনিজ ভিসা পাওয়া যায়। ভিসার ব্যাপারে সবাই এক্স -১ ভিসা নিয়ে আসবেন। এক্স ১ হচ্ছে লং টার্ম স্টাডির জন্য দেয়া হয়।

পড়াশুনা শেষে অবশ্যই জব করতে পারবেন । সব প্রভিন্স এবং ইউনিভার্সিটিতে জব ফেয়ার হয়। যোগ্যতা থাকলে অবশ্যই পাবেন। পড়াশুনার পাশাপাশি এখনো সব প্রভিন্সে জব করা লিগ্যাল নয় । যদিও সবাই করে কিছুনা কিছু এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই। বিজনেসও করতে পারেন চাইলে।

খাবার খরচ সম্পুর্ণ নিজের উপর, আপনি কেমন খাবেন তার উপর আপনার খাবার খরচ নির্ভর করবে। তবে সাধারণ ভাবে রান্না করে খেলে প্রভিন্স ভিত্তিক ৪ হাজার থেকে ১৫ হাজার টাকা দিয়ে অনায়াসে খাওয়া যায়। আবার বাইরে খেলে মাসিক ২৫ হাজার টাকাও লাগতে পারে ।

চাইনিজ কিংবা ইংলিশ দুই ভাষাতেই পড়তে পারবেন । ডিপ্লোমাতে সারাধরণ চাইনিজে পড়ানো হয়। অনার্স , মাস্টার্স, পিএইচডি চাইনিজ কিংবা ইংলিশে পড়তে পারবেন।

এই লিংক থেকে সাবজেক্টগুলো খুঁজে পাবেন। 

Facebook Comments

Leave a Comment

error: Content is protected !!

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.