University of Saskatchewan Graduate Scholarship
বিদেশে উচ্চশিক্ষা এবং লেখাপড়া করার জন্য কানাডা প্রথম সারির দেশগুলোর একটি। আর এই দেশেরই সাসকাচোয়ান প্রভিন্সে অবস্থিত University of Saskatchewan একটি স্বনামধন্য ও সরকারি বিশ্ববিদ্যালয়। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টি গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে একাডেমিক মেরিট এবং অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে University of Saskatchewan Graduate Scholarship প্রদান করে থাকে।
আবেদনের শেষ তারিখ– ২৮ ফেব্রুয়ারী, ২০২২।
কোর্স লেভেল– Thesis-based Master’s & Doctoral program.
যা যা পাবেন–
বি.দ্রঃ এই বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ থিসিস বেসড প্রোগ্রামের টিউশন ফি প্রতি বছরে প্রায় ৮০৯৬ কানাডিয়ান ডলার। তাই, এই টাকায় সম্পূর্ণ টিউশন এবং লিভিং এক্সপেন্স কভার হবে।
যেসব বিষয়ে আবেদন করা যাবে–
আবেদনের যোগ্যতা–
বি. দ্রঃ এখানে ৮০% মার্কস বলতে University Saskatchewan Grading System এ ৮০% মার্কস কে বুঝানো হয়েছে। সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের ৮০% মার্কস বাংলাদেশে সিজিপিএ তে কত??
সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এর আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী, বাংলাদেশের সিজিপিএ ৩ হলো সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের ৭০% মার্কস এর সমমান। তাই, আমাদের ধারণা অনুযায়ী বাংলাদেশী ৩.৫ (আউট অফ ৪) হলে, এই স্কলারশিপের জন্য এলিজিবল হওয়া যাবে।
Source:
https://grad.usask.ca/admissions/grade-conversions.php
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
বি দ্রঃ প্রোগ্রামভেদে Test Score Requirements ভিন্ন হতে পারে। তাছাড়া, ব্যাচেলর/মাস্টার্স প্রোগ্রামের Medium of Instruction (MOI) ইংলিশ হলে, কিছু ডিপার্টমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেস্ট রিকোয়্যারমেন্ট Waive করে থাকে। আবেদন করার আগে অবশ্যই প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইমেইল করে এই বিষয়টি নিশ্চিত হয়ে নিতে হবে।
Source: Medium of Instruction (MOI) এর বিষয়ে তথ্যটি এই লিংক থেকে দেখুন।
স্টেটমেন্ট অব পারপাস রাইটিং সার্ভিস
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
এই বিশ্ববিদ্যালয়সহ কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশন এবং স্কলারশিপে আবেদন করার জন্য আমরা এপ্লিকেশন সাপোর্ট দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আপনার প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দিবো যেখানে এডমিশন এবং স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর, বিশ্বাবিদ্যালয়ের নিয়ম মেনে এডমিশন এবং স্কলারশিপের জন্য নির্ভুলভাবে আবেদন করে দিবো। তাছাড়া, সুপারভাইজার ম্যানেজমেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস, ও রিসার্চ প্রপোসাল লিখতে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবো। আমাদের সাপোর্ট চার্জ ৫০০০ টাকা।
তাছাড়া, আপনি আমাদের ইমেইলিং সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় আমরা পোটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, ইমেইল করার জন্য আপনার প্রোফাইল এবং সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী ইমেইল ফরমাট রেডি করবো এবং সুপারভাইজারদের ইমেইল করবো।
তাছাড়াও, আমরা রিসার্চ প্রপোজাল, স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশনাল লেটার, সিভি রাইটিং ও রিভিউ সার্ভিস দিয়ে থাকি।
Like our page to get scholarship notification
আবেদন ফী–
এডমিশনের জন্য আবেদন করতে ৯০ কানাডিয়ান ডলার প্রদান করতে হয়। যাদের ভিসা, ক্রেডিট এবং মাস্টার কার্ড না থাকার কারণে আবেদন ফী জমা দিতে পারছেন না, আমাদের Online Payment Solution এর মাধ্যমে আবেদন ফী পরিশোধ করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস–
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।
কানাডাতে আরও স্কলারশিপ:
1. University of Saskatchewan Dean's International Scholarship
one of my nephew is willing to take post graduate degree in saskatchuan university with scholarship. so how can i contact with superviser from bangladesh.
You have to start emailing to potential supervisors.
How to get the list of potential supervisors?
You have to go to the program’s website and find the supervisor’s lists.
I have a second class in MA from Dhaka University, Department of Englsih. However, I do have a lot research papers and international education. Will I be considered for “University of Saskatchewan Graduate Scholarships” ? I would like to apply.
Dear madam, thanks for your comment. If you have a good result in the international education program, you are welcome to prepare your application for this university. Otherwise, you should try to the universities like Memorial University of Newfoundland, Western University, University of British Columbia, etc.
Furthermore, we provide application support for higher study. If you need our assistance, you may send your CV to [email protected].