...

Pikdigg

RTP Scholarship Australia

The Research Training Program (RTP) বা আরটিপি স্কলারশিপ একটি রিসার্চ বেসড ফুল ফান্ডেড স্কলারশিপ। এই স্কলারশিপটি মূলত রিসার্চ বেসড মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য প্রদান করা হয়। প্রতি বছর অস্ট্রেলিয়ান সরকার দেশি এবং বিদেশী শিক্ষার্থীদের এই স্কলারশিপটি দিয়ে থাকেন। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। অস্ট্রেলিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপটি দিয়ে থাকে। শিক্ষার্থীদের এই সব বিশ্ববিদ্যালয়ে এডমিশন এর জন্য এপ্লিকেশন এর মাধ্যমে এই স্কলারশিপ পেতে হয়। বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মেধাতালিকা এবং সুপারভাইজার ম্যানেজমেন্টের ভিত্তিতে এই স্কলারশিপটি প্রদান করে থাকে।

আবেদনের শেষ তারিখ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য নির্ধারিত সময়সীমা থাকে। তাছাড়া, কিছু বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপে সারা বছর আবেদন করা যায়।

কোর্স লেভেল রিসার্চ বেসড মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রী।

Follow Our Page to Get Scholarship Notifications

যা যা পাবেন

  • ফুল টিউশন ফি (মাস্টার্স এর জন্য সর্বোচ্চ ২ বছর এবং পিএইচডি এর জন্য ৪ বছর)।
  • লিভিং এলাওয়েন্স হিসেবে পাবেন প্রতি বছর প্রায় ২৮,০০০ অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশী ২২ লক্ষ টাকা।।
  • হেলথ ইন্সুরেন্স।  
  • গবেষণার জন্য আনুষঙ্গিক ব্যয় সম্পর্কিত ভাতা।

আবেদনের যোগ্যতা

  • আবেদনের যোগ্যতা বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হয়ে থাকে।
  • তবে, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে মাস্টার'স প্রগারমের জন্য ব্যাচেলর'স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য মাস্টার'স ডিগ্রী লাগে।
  • কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে রিসার্চ কোর্স/এক্সপেরিয়েন্সের রিকোয়ারমেন্ট ও থাকে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

IELTS/TOEFL/PTE Score: প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ভেদে English Language Proficiency Score Requirement ভিন্ন হয়ে থাকে। তাই, আবেদন করার আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই তথ্যটি দেখে নিতে হবে।

Higher Education Courses


আবেদন করবেন যেভাবে

আবেদনের প্রক্রিয়াও প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়েভেদে ভিন্ন হয়ে থাকে। তবে, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে নিচের প্রসিডিউর অনুসরণ করতে হবে।

  • প্রথম ধাপ: আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হয়।
  • দ্বিতীয় ধাপ: এই নির্বাচন করা বিশ্ববিদ্যালয়গুলো থেকে আবেদনকারীর রিসার্চ ইন্টারেস্টের উপর ভিত্তি করে সুপারভাইজর সিলেক্ট করতে হয় এবং একজন সুপারভাইজর ম্যানেজ করতে হয়।
  • তৃতীয় ধাপ: বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন করতে হয়।

আমাদের সার্ভিস

Canada/USA/Australia তে মাস্টার'স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের "Message Us" button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।

তাছাড়া, Canada/USA/Australia তে এডমিশন/স্কলারশিপের জন্য আবেদনকারীদের আমরা 30 MINUTES FREE CONSULTATION  দিয়ে থাকি যাতে করে আবেদনকারীরা আবেদনের প্রতিটি পর্যায় সম্পর্কে ভালো করে জানতে পারে এবং এডমিশন/স্কলারশিপের জন্য সঠিকভাবে আবেদন করতে পারে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Statement of Purpose
  • Research Proposal
  • Letters of Reference (submitted by the referees directly to the online application portal)
  • Resume/CV
  • IELTS/TOEFL/PTE Certificate
  • Passport

About the Author:

I am Engr. Monir, currently working as a Maintenance and Civil Engineering Projects Supervisor at the Government of Newfoundland and Labrador, Canada. I have completed my Master’s degree from Memorial University of Newfoundland and Labrador and my Bachelor’s degree from Rajshahi University of Engineering and Technology (RUET). I also have four years of experience as a university faculty member in Bangladesh. Through my contribution to Pikdigg, I aim to help Bangladeshi students pursue their dreams of higher education.

10 thoughts on “RTP Scholarship Australia”

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।