...

Pikdigg

UK Chevening Scholarship

বিশ্বের ১০ টি উন্নত রাষ্ট্রের মধ্যে যুক্তরাজ্য একটি। প্রতি বছর যুক্তরাষ্ট্র সরকার মাস্টার্স প্রোগ্রামের জন্য বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে। এমন একটি জনপ্রিয়  স্কলারশিপ হলো ব্রিটিশ চেভেনিং বা শেভেনিং স্কলারশিপ। এতে অর্থায়ন করে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস বা এফসিও এবং বিভিন্ন সহযোগী সংগঠন।  বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবী ও নেতৃত্বের যোগ্যতাসম্পন্নরা এ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে থাকে। ব্রিটেনের যেকোনো বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে এক বছরের মাস্টার ডিগ্রি নিতে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারে।

আবেদনের সময়সীমা: ৫ আগস্ট ২০২৫ - ৭ অক্টোবর ২০২৫।

কোর্স লেভেল: এক বছরের মাস্টারর্স ডিগ্রী।

যা যা পাবেন

  • ফুল টিউশন ফী। 
  • প্রতি মাসে লিভিং এলাউন্স। 
  • বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া এবং আসার জন্য ইকোনমি ক্লাস বিমানের টিকেট।
  • যুক্তরাজ্যে যাওয়ার পর এবং বাংলাদেশে আসার পর এককালীন ভাতা। 
  • অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অতিরিক্ত অনুদান এবং ভাতা। 
  • যুক্তরাজ্যের চেভেনিং ইভেন্টগুলিতে অংশ নিতে ভ্রমণ অনুদান।

আবেদনের যোগ্যতা

  • আন্ডারগ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
  • ২ বছরের (2,৮০০ ঘন্টা সমতুল্য) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অ্যাওয়ার্ডস শেষ হবার পর, কমপক্ষে ২ বছরের জন্য বাংলাদেশে ফিরে আসতে হবে।
  • আবেদন করার সময় ৩ টা ভিন্ন কোর্স নির্বাচন করতে হবে। ৯ জুলাই, ২০২৬ এর মাঝে যেকোনো একটা কোর্স থেকে Unconditional or Conditional on Finances Offer Letter পেতে হবে এবং Application Portal এ সাবমিট করতে হবে। তাই, এখন অফার লেটার না থাকলে ও আবেদন করা যাবে। তবে, এই স্কলারশিপে আবেদন করার পর অফার লেটার এর জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফেলতে হবে। 
  • এর আগে ব্রিটেন (UK) সরকার-অর্থায়িত বৃত্তির তহবিলের সাহায্যে যুক্তরাজ্যে পড়াশোনা করলে, এই স্কলারশিপে আবেদন করা যাবেনা।
  • আপনার যদি একটা মাস্টার্স ডিগ্রী কমপ্লিট করাও থাকে, আপনিও এই স্কলারশিপের জন পুনরায় আরেকটি মাস্টার্স ডিগ্রী এর জন্য আবেদন করতে পারবেন।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • UK Chevening Scholarship এ আবেদনের জন্য কোনো English Language Proficiency Score (IELTS/TOEFL/PTE) লাগবেনা। কিন্তু, এই স্কলারশিপে সিলেক্ট হবার পর একটা Offer Letter এপ্লিকেশন পোর্টালে সাবমিট করতে হবে এবং এই Offer Letter এর জন্য বিশ্ববিদ্যালয়ে এডমিশনের জন্য আবেদন করতে English Language Proficiency Score লাগবে এবং বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় এই স্কোর ভিন্ন হয়ে থাকে।

আবেদন করবেন যেভাবে

  • এই লিংক থেকে অনলাইনে আবেদন শেষ করতে হবে এবং সব ডকুমেন্টস এপ্লিকেশন পোর্টালে সাবমিট করতে হবে।

আমাদের সার্ভিস

Canada/USA/Australia তে মাস্টার'স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের "Message Us" button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।

তাছাড়া, Canada/USA/Australia তে এডমিশন/স্কলারশিপের জন্য আবেদনকারীদের আমরা 30 MINUTES FREE CONSULTATION দিয়ে থাকি যাতে করে আবেদনকারীরা আবেদনের প্রতিটি পর্যায় সম্পর্কে ভালো করে জানতে পারে এবং এডমিশন/স্কলারশিপের জন্য সঠিকভাবে আবেদন করতে পারে।

Application Timeline

timeline

Activities

5 August 2025

Application Open at 12:00 BST

7 October 2025

Application Close at 12:00 GMT

Mid February 2026

Applicants Shortlisted for Interviews

Mid February 2026

References and Education Documents Submitting Deadline

March - April 2026

Interviews Take Place

Mid June 2026

Scholarship Results

9 July 2026

Offer Letter Submition Deadline

September/October 2026

Studies Begin in the UK

HIGHER EDUCATION COURSES


প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Essay Writing
  • 2 Letters of Reference (PDF Copy) 
  • Passport
  • Offer Letter (If Have)

বি.দ্রঃ আপনার যদি কোনো এডুকেশনাল ডকুমেন্টস এবং রেফারেন্স লেটার রেডি না থাকে, স্কলারশিপে আবেদন করতে পারবেন কিন্তু ফেব্রুয়ারী ২০২৬ এর মাঝে এডুকেশন ডকুমেন্টস ও রেফারেন্স লেটার এ সাবমিট করতে হবে। তাছাড়া, এখন যুক্তরাজ্যের কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার না থাকলে ও আবেদন করা যাবে। তবে, ৯ জুলাই, ২০২৬ এর মাঝে একটা অফার লেটার Application Portal এ সাবমিট করতে হবে।

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

About the Author...

Hi, I'm Engr. Monir, currently working as a Maintenance and Civil Engineering Projects Supervisor with the Department of Transportation and Infrastructure, Government of Newfoundland and Labrador, Canada. I have also done my Master's from Memorial University of Newfoundland and Labrador, Canada. At Pikdigg, I support Bangladeshi students by sharing blogs on scholarships and general study-abroad information, as well as providing personal mentorship to help them achieve their academic and career goals.

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।