...

Pikdigg

KAUST Fellowship

কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি (KAUST) সৌদি আরবের অন্যতম একটি রিসার্চ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। একমাত্র ইংরেজি মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামে লেখাপড়া করানো হয়। উল্লেখ্য যে, এটিই সৌদি আরবের প্রথম মিক্সড-জেন্ডার বিশ্ববিদ্যালয় যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। তাছাড়া, ২০১৯ সালে KAUST তাদের গবেষণা ফলাফলের জন্য বিশ্বের দ্রুততম উঠতি বিশ্ববিদ্যালয়ের মাঝে ৮ম হয়েছিল।

বর্তমানে কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজিতে ফল ২০২১ সেশনে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। অন্যান্য দেশের মত বাংলাদেশী ছাত্র-ছাত্রীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবে। আর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রী KAUST Fellowship পাবে।

আবেদনের সময়সীমা: ২ ডিসেম্বর ২০২১।

প্রোগ্রাম লেভেল: মাস্টার্স এবং পিএইচডি।

যা যা পাবেন

  • টিউশন ফি।
  • প্রতি বছর ২০,০০০ – ৩০,০০০ ডলার বা ১৭ লক্ষ – ২৫ লক্ষ টাকা স্টাইপেন্ড। সুতরাং, মাসে প্রায় ১ লক্ষ ৪০ হাজার থেকে ২ লক্ষ ১২ হাজার বাংলাদেশী টাকা পর্যন্ত স্টাইপেন্ড।
  • আবাসন ভাতা।
  • মেডিকেল ও ডেন্টাল সম্পর্কিত ভাতা।
  • স্থানান্তর ভাতা।

যেসব বিষয়ে আবেদন করা যাবে-

  • Bioscience
  • Environmental Science and Engineering
  • Plant Science
  • Marine Science
  • Computer Science
  • Electrical Engineering
  • Statistics
  • Applied Mathematics and Computational Science
  • Chemical Science
  • Chemical Engineering
  • Earth Science and Engineering
  • Mechanical Engineering
  • Material Science and Engineering
  • Energy Resources and Petroleum Engineering

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশী নাগরিক হতে হবে।
  • মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
  • এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স বা ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
  • কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি থেকে ব্যাচেলর ডিগ্রী শেষ করা থাকলে সিজিপিএ ৩.৭ (৪.০ এর মধ্যে) লাগবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • IELTS (Academic): ন্যূনতম ওভারঅল স্কোর ৬.৫।
  • TOEFL (Internet Based): ন্যূনতম ওভারঅল স্কোর ৭৯। 
  • তবে, UK, USA, Canada, Ireland, Australia, New Zealand থেকে ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রী করা লাকলে IELTS/TOEFL স্কোর লাগবেনা।

আবেদন করবেন যেভাবে

  • এই লিংক থেকে অনলাইনে আবেদন শেষ করতে হবে।
  • কোনো আবেদন ফী ছাড়াই আবেদন করা যাবে।

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল এর সাথে মিল রেখে এলিজিবল প্রোগ্রাম নির্বাচন করে দিব এবং এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

Like our page to get scholarship notifications

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Statement of Purpose
  • 3 Letters of Recommendation 
  • Passport
  • CV or Resume
  • IELTS/TOEFL Certificate
  • GRE Score (If Have)

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

2 thoughts on “KAUST Fellowship (Saudi Arabia)”

Leave a Comment

error: Content is protected !!

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.