...

Pikdigg

Fulbright Foreign Student Program

United States of America বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য এক নম্বর পছন্দের দেশ। শিক্ষার মান, উন্নতমানের গবেষণার সুযোগসহ অন্যান্য কারণে প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাড়ি জমাচ্ছে।

প্রতি বছর Fulbright Foreign Student Program এর আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা ফুল স্কলারশিপে আমেরিকার কোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে লেখাপড়া করার সুযোগ পায়। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বর্তমানে এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করছে। 

বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের তরুণশিক্ষক; গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের কনিষ্ঠ থেকে মধ্য পর্যায়ের কর্মী, এবং সরকারী ও ব্যক্তিমালিকানাধীন খাতের কনিষ্ঠ থেকে মধ্য পর্যায়ের পেশাজীবীগণ এই স্কলারশিপের জন্য অগ্রাধিকার পাবে।

আবেদনের শেষ তারিখ ১ জুন ২০২২।

কোর্স লেভেল মাস্টার্স ডিগ্রী।

Want to Get More Scholarship Notifications? Press the Like Button to Follow Us 

যা যা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফী এবং অন্যান্য একাডেমিক ফী।
  • কক্ষ, আবাস ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহে মাসিক বৃত্তি।
  • বই-পত্র ক্রয়ের ভাতা।
  • স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা।
  • যুক্তরাষ্ট্রে যাবার এবং যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার বিমান টিকেট।
  • ভ্রমণ ভাতা, এবং অতিরিক্ত মালপত্রের ভাতা।

আবেদনের যোগ্যতা

  •  ভালো একাডেমিক ফলাফলসহ ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
  • বর্তমানে যুক্তরাষ্ট্রে কোন ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হয়ে থাকলে বা যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে থাকলে আবেদন করতে পারবেন না।
  • অন্য কোন দেশ থেকে মাস্টার্স ডিগ্রী নিয়ে থাকলে আবেদন করতে পারবেন না। তবে, বাংলাদেশী মাস্টার্স ডিগ্রী থাকলে আবেদন করতে পারবেন।
  • আপনি যেই ফিল্ডে আবেদন করতে চান, ওই ফিল্ডে কমপক্ষে ২ বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
  • ডিগ্রি সম্পন্ন হওয়ার আগেই বাড়ি ফিরে এলে ফিরতি বিমান টিকেটের মূল্য ফেরত দিতে সম্মত হতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • IELTS: Minimum Overall Score 7.0 Or,
  • TOEFL iBT: Minimum Overall Score 90.

যেসব ফিল্ডে আবেদন করা যাবে

  • Education: All aspects of Higher Education Administration / Education Policy, Planning & Management / Curriculum and Instructions.
  • Social Sciences & Humanities: Political Science / Sociology / History / Literature/ Language and Culture.
  • Business: MBA in Human Resource Management / International Business / Operations Management / Healthcare Administration.
  • Economics: International Economics /Trade and Finance / Policy / Environmental / Natural Resources Economics.
  • Core Sciences: Biology / Chemistry / Physics / Pharmacy.
  • Urban Planning: General Planning / Land Use and Environmental Planning / Transportation Systems / Urban / Community Development.
  • Environmental Studies & Disaster Management. 
  • Fashion and Textile Design
  • Public Administration/Public Policy
  • Psychology – Clinical / Counseling 
  • Security Studies

আবেদন করবেন যেভাবে

  • এই লিংক থেকে অনলাইনে আবেদন শেষ করতে হবে। 

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্টের আওতায় এই স্কলারশিপে আবেদন করে দিবো। তাছাড়া, Personal Statement, Study Objectives, Study Plan, Writing Sample লিখতে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবো ও লেখাগুলো রিভিউ করে দিবো। আমাদের সাপোর্ট চার্জ ৫০০০ টাকা।


তাছাড়া, আমাদের কাছ থেকে এই স্কলারশিপে আবেদন করার জন্য Personal Statement, Study Plan, Study Objectives, Writing Sample Writing Service নিতে পারেন।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • Academic Transcripts & Certificates
  • Personal Statement
  • Study Plan
  • Study/Research Objectives
  • Writing Sample (If Needed)
  • 3 Letters of Reference (submitted by the referees directly to the online application portal)
  • CV/Resume
  • Academic Records Information Form (available on the online application site)
  • TOEFL/IELTS score
  • GRE/GMAT Score (If have)
  • Passport
  • Publications (If Have)

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

Leave a Comment

error: Content is protected !!

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.