Asian Development Bank (ADB)-JSP Scholarship
জাপান সরকারের অর্থায়নে ১৯৮৮ সালে Asian Development Bank (ADB) - Japan Scholarship Program (JSP) প্রতিষ্ঠিত হয়। এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো এডিবির উন্নয়নশীল দেশের যোগ্যতাসম্পন্ন নাগরিকদের পোস্টগ্রাজুয়েট প্রোগ্রামে বিনা খরচে এবং স্কলারশিপসহ লেখাপড়া করার সুযোগ করে দেওয়া। এই বছর ১৪০ জন শিক্ষার্থীকে মাস্টার্স প্রোগ্রামে এই স্কলারশিপটি দেয়া হবে।
আবেদনের শেষ তারিখ– বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হয়ে থাকে।।
প্রোগ্রাম লেভেল– মাস্টার্স।
Follow our Page to Get Scholarships Notifications
যা যা পাবেন–
যেসব ফিল্ডে আবেদন করা যাবে–
আবেদনের যোগ্যতা–
নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা–
বিশ্ববিদ্যালয়ভেদে English Language Proficiency Score ভিন্ন হয়ে থাকে। তাই, আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (IELTS/TOEFL/PTE Score Requirement) দেখে নিতে হবে।
Statement of Purpose Writing Service
আবেদন করবেন যেভাবে–
আমাদের সার্ভিস
আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ ৫০০০ টাকা।
তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রাইটিং সার্ভিস দিয়ে থাকি।
Official Circular Link: এই লিংক থেকে দেখুন।