Pikdigg

ADB-Japan Scholarship

জাপান সরকারের অর্থায়নে ১৯৮৮ সালে দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-জাপান স্কলাশিপ প্রোগ্রাম প্রতিষ্ঠিত হয়। এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো এডিবির উন্নয়নশীল দেশের যোগ্যতাসম্পন্ন নাগরিকদের স্নাতকোত্তর পর্যায়ে বিনা খরচে এবং স্কলারশিপসহ লেখাপড়া করার সুযোগ করে দেওয়া। এই প্রোগ্রামের আওতায় বাংলাদেশের শিক্ষার্থীরা নিউজিল্যান্ডের University of Auckland এ মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার সুযোগ পাবে।

আবেদনের শেষ তারিখ ১৯ জুলাই, ২০২১।

প্রোগ্রাম লেভেল– মাস্টার্স।

যা যা পাবেন

  • University of Auckland এ পড়ালেখার জন্য সম্পূর্ণ টিউশন ফী।
  • বাংলাদেশ থেকে Auckland, New Zealand এ যেতে বিমান খরচ। 
  • Auckland এ বসবাসের জন্য মৌলিক খরচ।
  • স্বাস্থ্য ও মেডিকেল ইন্সুরেন্স।
  • লেখাপড়া শেষে Auckland থেকে বাংলাদেশে আসতে বিমান খরচ।  
  • থিসিস প্রিপারেশন এর জন্য বিশেষ ভাতা।

যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে

  • Master of Public Health
  • Master of Science (Environmental Science)
  • Master of Arts (Development Studies)
  • Master of International Business
  • Masters Programs in Engineering

আবেদনের যোগ্যতা

  • University of Auckland থেকে অফার লেটার থাকতে হবে।
  • ভালো ফলাফলসহ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
  • ব্যাচেলর ডিগ্রী শেষ করার পর ২ বছরের প্রফেশনাল অভিজ্ঞতা থাকতে হবে।
  • ইংরেজিতে বলতে ও লিখতে দক্ষ হতে হবে।
  • আবেদন করার সময় বয়স ৩৫ বছরের কম হতে হবে। তবে, কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারে।
  • সুস্বাস্থের অধিকারী হতে হবে।
  • পড়াশোনা শেষ করার পর বাংলাদেশে ফেরত আসতে রাজি হতে হবে।

নূন্যতম ইংরেজি ভাষার দক্ষতা

  • IELTS (Academic): Overall score of 6.5 and no bands below 6.0.
  • TOEFL (iBT): Overall score of 90 and a writing score of 21.

আবেদন করবেন যেভাবে

  • প্রথম ধাপ: সংশ্লিষ্ট কোর্সে এডমিশন এর জন্য আবেদন করতে হবে।
  • দ্বিতীয় ধাপ: অফার লেটার পেলে নিচে উল্লিখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ডাকযোগে নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

Applications and Admissions

The University of Auckland

Private Bag 92019

Auckland 1142

New Zealand

আমাদের সার্ভিস

আবেদনের ক্ষেত্রে আপনি আমাদের এপ্লিকেশন সাপোর্ট নিতে পারেন। সার্ভিসটি নিলে আমরা আপনার প্রোফাইল অনুযায়ী সাবজেক্ট ও প্রোগ্রাম নির্বাচন করে দিবো এবং এডমিশন ও স্কলারশিপের জন্য আবেদন করে দিব। অথবা, আপনি নিজে এপ্লিকেশন করতে চাইলে আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে আপনি নির্ভুল ভাবে আবেদন করে নিশ্চিত থাকতে পারবেন। আমাদের সার্ভিস চার্জ: এডমিশন এর জন্য আবেদন- ৫০০০ টাকা এবং স্কলারশিপের জন্য আবেদন- ৫০০০ টাকা।

তাছাড়াও, আমরা কানাডা ভিসা এপ্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং স্টাডি প্ল্যান রিভিউ সার্ভিস দিয়ে থাকি।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • Completed ADB-JSP Information Sheet  
  • Completed ADB-JSP Application Form 
  • Academic transcripts and certificates
  • Copy of offer letter to the University of Auckland
  • Certificate of Employment for the duration of employment issued by the company
  • Certificate of Income issued by the company
  • Certificate of Family Income
  • Copy of Passport
  • Valid IELTS test

Official Circular Link: এই লিংক থেকে দেখুন।

Facebook Comments

Leave a Comment

error: Content is protected !!

FREE SUBSCRIPTION

Subscribe to Newsletter

…and get latest scholarship updates to your email, free of charge

With over 10,000+ subscribers from Dhaka, Rajshahi, Khulna, and other devisions, you’ll be in great company.

We don’t sell your data, and you can unsubscribe at any time.